

ভারতীয় টেস্ট দলের পেস বোলিং অলরাউন্ডার হিসাবে প্রথম পছন্দ হার্দিক পান্ডিয়া। তবে ইনজুরির কারণে বেশ কিছুদিন ধরেই পান্ডিয়া বল করছেন/ করতে পারছেন না। এমতাবস্থায় ভারতের বোলিং কোচ ভারত অরুন মনে করেন এই ভূমিকা খুব ভালোভাবে পালন করতে পারবেন শারদুল ঠাকুর।
ইংল্যান্ড সফরে ৬ টেস্টের জন্য ঘোষিত ভারতীয় টেস্ট দলে নেই হার্দিক পান্ডিয়ার নাম। কারণ তিনি বোলিং করার মত অবস্থায় নেই।
পিটিআই (প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া) এর সঙ্গে আলাপে ভারত অরুন বলেন, ‘এটা নির্বাচকদের কাজ (বিকল্প কে তা ভাবা), আমরা কেবল তাদের উন্নতি করাতে পারি। শারদুল প্রমাণ করেছে সে দারুণ এক অলরাউন্ডার হতে পারে। সে অস্ট্রেলিয়াতে যা করেছে তা অনবদ্য।’
২০১৮ সালে হার্দিক পান্ডিয়া ভারতের হয়ে শেষবার সাদা পোশাকে খেলেছেন, ইংল্যান্ডের বিপক্ষে। ২০১৯ সাল থেকেই ব্যাক ইনজুরিতে ভুগছেন পান্ডিয়া। আইপিএল ২০২১ এ কাধের ইনজুরিও বাধিয়েছেন পান্ডিয়া।
ভারত অরুণ মানেন পান্ডিয়ার মত কাউকে খুজে পাওয়া কঠিন।
‘হার্দিক এক অসাধারণ প্রতিভা। কিন্তু দুঃখজনকভাবে তার ব্যাক অপারেশন হয়েছে এবং এরপর ফিরে আসা সহজ না। সে ইংল্যান্ডের বিপক্ষে ভালো বোলিং করেছে। আমি মনে করি সে দারুণ করেছে। আমাদের তাকে ভালোভাবে ম্যানেজ করতে হবে।’
হার্দিকের অনুপস্থিতিতে ভারত অরুনের বাজি শারদুল ঠাকুরে।