

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর বাকি থাকা অংশ পাকিস্তানে অনুষ্ঠিত হবার কথা ছিল। তবে চলমান কোভিড বাস্তবতায় ফ্র্যাঞ্চাইজি মালিকরা চেয়েছেন পিএসএল হোক সংযুক্ত আরব আমিরাতে। পিসিবি আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করলেও এখনো উত্তর মেলেনি সেখান থেকে।
পাকিস্তানি গণমাধ্যম এআরওয়াই স্পোর্টস এর মতে সংযুক্ত আরব আমিরাতে সরকারী কার্যালয় ঈদের ছুটির কারণে বন্ধ। যেকারণে আগামী সপ্তাহের আগে পিসিবি কোন বার্তা পাবে না।
পিসিবি সূত্র এআরওয়াই স্পোর্টসকে জানায়, ‘পিসিবির পরিকল্পনা করতে কষ্ট হচ্ছে এই মুহূর্তে। ঈদের ছুটির কারণে সংযুক্ত আরব আমিরাত সরকার তাদের উত্তর দিতে পারছে না।’
‘খেলোয়াড়দের ভিসা, লজিস্টিক, সহ বেশ কিছু ইস্যুতে সংযুক্ত আরব আমিরাত সরকারের সবুজ সংকেত পেলেই পিএসএলের বাকি অংশ সেখানে আয়োজন করতে পারবে পিসিবি। আগামী সপ্তাহে সেখান থেকে বার্তা পাবে পিসিবি।’
পিসিবি এর আগে পিএসএলের বাকি অংশ করাচিতে করতে চেয়েছিল। তবে ফ্র্যাঞ্চাইজি থেকে অনুরোধ আসে সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের। তবে জুন মাসে দুবাইতে প্রচন্ড গরমও মাথাব্যাথার কারণ হতে পারে আয়োজক ও ফ্র্যাঞ্চাইজিদের।
সেক্ষেত্রে পিসিবির নজর শ্রীলঙ্কা বা ইংল্যান্ডের দিকে। ব্যাটে-বলে মিললে এই দুই দেশের এক দেশেই পিএসএলের বাকি অংশ আয়োজনের কথা ভাবছে পিসিবি।