

বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য শ্রীলঙ্কার স্কোয়াড প্রস্তুত হয়েছিল আগেই। অপেক্ষা ছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সবুজ সংকেতের। সেটি আজ পেয়ে যাওয়ায় আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে স্কোয়াড।
লঙ্কান যুব ও ক্রীড়া মন্ত্রী নমল রাজাপাকশে আজ অনুমোদন দিয়েছেন লঙ্কানদের ১৮ সদস্যের ওয়ানডে স্কোয়াডের।
আগেই জানা গিয়েছিল নতুন রূপের ওয়ানডে স্কোয়াড নিয়ে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। হয়েছে তেমনটাই, দুই কুশলের অধ্যায় শুরু। অধিনায়ক কুশল জেনিত পেরেরার ডেপুটি কুশল মেন্ডিস।
চামিকা করুনারত্নে ও শিরান ফার্নান্দো সীমিত ওভারের ক্রিকেটে প্রথমবারের মত স্কোয়াডে ডাক পেয়েছেন। এর আগে টি-টোয়েন্টি খেলে ফেলা বিনুরা ফার্নান্দো ফিরেছেন দলে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে না থাকা ইসুরু উদানা ও ধনঞ্জয়া ডি সিলভা ফিরেছেন স্কোয়াডে।
বাংলাদেশ সফরের জন্য শ্রীলঙ্কার ১৮ সদস্যের স্কোয়াডঃ
কুশল জেনিত পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ অধিনায়ক), ধানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, আসেন বান্দারা, নিরোশান ডিকওয়েলা, দাসুন শানাকা, ইসুরু উদানা, চামিকা করুনারত্নে, লাকসান সান্দাকান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, দুশমান্তা চামিরা, শিরান ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো, আসিথা ফার্নান্দো ও আকিলা ধনঞ্জয়া।
Sri Lanka announce 18-man squad for 3-match ODI series vs Bangladesh.
Kusal Perera as Captain
Kusal Mendis as Vice CaptainREAD: https://t.co/Ucn0OTn4dX #SLvBAN pic.twitter.com/A7aivoNJUC
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) May 12, 2021
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক ওয়ানডে স্কোয়াডঃ
তামিম ইকবাল খান, মোহাম্মদ নাইম শেখ, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম।
শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের সূচিঃ
শ্রীলঙ্কা দল ঢাকায় পৌঁছাবে – ১৬ মে, ২০২১
কোয়ারেন্টাইন- ১৭ ও ১৮ মে, ২০২১
অনুশীলন- ১৯, ২০, ২২, ২৪, ২৬ ও ২৭ মে, ২০২১- বিসিবি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি
ওয়ানডে প্রস্তুতি ম্যাচ- ২১ মে, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), সাভার
১ম ওয়ানডে- ২৩ মে, ২০২১, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২য় ওয়ানডে- ২৫ মে, ২০২১, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৩য় ওয়ানডে- ২৮ মে, ২০২১, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
শ্রীলঙ্কা দল বাংলাদেশ ছাড়বে- ২৯ মে, ২০২১।