

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নয়, দেশের ঐতিহ্যবাহী ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) খেলবেন সাকিব আল হাসান। স্থগিত হওয়া পিএসএলের বাকি অংশ মাঠে গড়াবে ১ জুন থেকে, অন্যদিক ডিপিএল শুরু ৩১ মে।
গত বছর মাত্র এক রাউন্ড মাঠে গড়ানোর পর করোনার কারণে স্থগিত হয় ডিপিএল। ঐ আসরে নাম ছিলনা সাকিবের। মূলত নিষেধাজ্ঞার কারণে তাকে দলে ভেড়াতে পারেনি কোন ক্লাব।
করোনা প্রভাব এক পাশে রেখে ফের মাঠে গড়াতে যাচ্ছে ডিপিএল। এক বছরের বেশি সময় পর মাঠে গড়াতে যাওয়া ডিপিএল এবার আয়োজন হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। নিয়মানুসারে স্থগিত হওয়া টুর্নামেন্টে সাকিবের অংশগ্রহণ নিয়ে জটিলতা থাকলেও বিশেষ ব্যবস্থায় সাকিবকে খেলার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সে ক্ষেত্রে গতবার মোহামেডানে নাম লেখানো আব্দুর রাজ্জাক বর্তমানে জাতীয় দলের নির্বাচক পদে নিয়োগ পাওয়ায় কাল্বটির জন্য সাকিবকে খেলানোর রাস্তা সহজ হয়ে পড়ছে। সাকিবও ইতোমধ্যে পিএসলের পরিবর্তে ডিপিএল খেলাকেই প্রাধান্য দিচ্ছেন। পিএসএলের বাকি অংশের জন্য তাকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স।
সাকিবকে ডিপিএলে নিজেদের দলে চেয়ে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) কাছে চিঠি দিয়েছে মোহামেডান।
ক্লাবটি শীর্ষ কর্তা তরিকুল ইসলাম টিটো ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে বলেন, ‘আমরা সাকিবের স্বাক্ষরিত একটি চিঠি সিসিডিএম বরাবর দাখিল করেছি। যেখানে বলা আছে সাকিব মোহামেডানের হয়ে এবার ডিপিএলে অংশ নিতে চান। সে পিএসলের পরিবর্তে ডিপিএল আমাদের দলে খেলার আগ্রহ দেখিয়েছে।’
‘সে ফ্রি খেলোয়াড়, কারণ গতবার নিষেধাজ্ঞার জন্য সে ডিপিএলে অংশ নিতে পারেনি। এখন সে অংশ নেয়ার জন্য বিবেচিত হচ্ছে, আমরা তাকে পাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছি। আমরা বিসিবির অনুমতির অপেক্ষায় আছি, আশা করছি তাকে আমরা দলে পাবো।’