

ওয়ানডে ফরম্যাট বাংলাদেশের সবচেয়ে স্বাচ্ছন্দ্যের জায়গা। আর এ কারণেই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করার ব্যাপারে আশাবাদী উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন দাস। তার মতে দলের অনেক ক্রিকেটারই ইতোমধ্যে পরিণত হয়ে গেছে, তাদের প্রতিদান দেয়ার সময় এসে গেছে। সবাই নিজেদের কাজ ঠিকঠাক করতে পারলে বিশ্বের যেকোনো দলকেই হারানোর সামর্থ্য রাখে বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হবে চলতি মাসের শেষদিকে। ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ, ঈদের আগে আজ ছিল অনুশীলনের শেষ দিন।
আজ (১০ মে) অনুশীলন শেষে লিটন দাস জানালেন শ্রীলঙ্কার বিপক্ষে ভালো কিছুর ব্যাপারে আশাবাদী তিনি। ভালো করতে স্মার্ট ক্রিকেট খেলতে হবে উল্লেখ করে এই ব্যাটসম্যান বলছেন শ্রীলঙ্কা ও বাংলাদেশ শক্তিমত্তার দিক থেকে সমানে সমান।
বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় লিটন বলেন, ‘আমরা সাদা বলের ক্রিকেটে অনেক ভালো। বিশেষ করে ওয়ানডেতে হোম কন্ডিশনে যখন খেলি আমরা, তখন অনেক ভালো একটা টিম। আমার মনে হয় আমরা এখন পুরো দল পাবো সাদা বলের ক্রিকেটে। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট।’
‘শ্রীলঙ্কা আমার কাছে মনে হয় সমান দল আমরা। কারণ তারাও সাদা বলের ক্রিকেটে ভালো খেলে। আমাদের স্মার্ট ক্রিকেট খেলতে হবে প্রথমত। খেলাটা নিজের করতে নিজেকে ওইভাবে প্রস্তুত করতে হবে। তাহলে আমার মনে হয় সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।’
এদিকে দলের বেশ কয়েকজন ক্রিকেটারই ইতোমধ্যে পরিণত হয়ে গেছেন বলে মত লিটনের। এখন সময় এসেছে তাদের সামর্থ্যের জানান দেয়ার।
উইকেট রক্ষক এই ব্যাটসম্যান এ প্রসঙ্গে বলেন, ‘যেসব খেলোয়াড় আছে সবাই পরিণত হচ্ছে আস্তে আস্তে। অনেকেতো পরিণত হয়ে গেছে। এখন পারফর্ম করাটাও গুরুত্বপূর্ণ। টিমে যার যেটা দায়িত্ব সেটা যদি পালন করতে পারে সেটা যদি ভালো মতো প্রয়োগ করতে পারে। আমার মনে হয় যেকোনো দলকে হারানো সম্ভব।’