

‘জীবন আর আগের মত থাকবে না। আমার শক্তির স্তম্ভ হারালাম’- নিজের পিতার মৃত্যুর খবর এভাবেই জানালেন ভারতীয় স্পিনার পিযুশ চাওলা।
আজ (সোমবার) পিযুশ চাওলার পিতা প্রমোদ কুমার চাওলা না ফেরার দেশে পাড়ি জমান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পিযুশ চাওলা লেখেন, ‘দুঃখের সাথে জানাচ্ছি যে আমার পিতা প্রমোদ কুমার চাওলা ১০ মে, ২০২১ এ মৃত্যুবরণ করেছেন। তিনি করোনায় ও করোনা পরবর্তী জটিলতায় ভুগছিলেন। এই কঠিন সময়ে আমি আপনাদের দোয়া চাচ্ছি। তার পবিত্র আত্মা শান্তিতে থাকুক।’
View this post on Instagram
Our thoughts go out to Piyush Chawla who lost his father, Mr. Pramod Kumar Chawla this morning.
We are with you and your family in this difficult time. Stay strong. pic.twitter.com/81BJBfkzyv
— Mumbai Indians (@mipaltan) May 10, 2021
করোনা হানা দিয়েছে একাধিক ক্রিকেটারের পরিবারে। মাহেন্দ্র সিং ধোনির পিতা-মাতা হাসপাতালে ভর্তি ছিলেন, ভেদা কৃষ্ণমূর্তি হারিয়েছেন মা ও বোনকে, গতকাল পিতাকে হারান চেতন সাকারিয়া।
করোনা ভাইরাসের কারণে মাঝপথে স্থগিত ঘোষণা করা হয় এবারের আইপিএল। ভারতজুড়ে করোনা পরিস্থিতি বেশ শঙ্কাজনক।