

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে। ঘরের মাঠে সফরকারীদের কাছে নাস্তানাবুদ হয়ে দুই টেস্টেই হেরেছে ইনিংস ব্যবধানে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার রমিজ রাজা মনে করেন দুই দলের টেস্ট সিরিজটি টেস্ট ক্রিকেটের জন্যই বাজে বিজ্ঞাপন।
পাকিস্তানি এই ধারাভাষ্যকারের মতে একতরফা ম্যাচগুলো কেবল রসিকতার খোরাকই জুগিয়েছে যা ভক্তদের ক্রিকেটের পরিবর্তে অন্য খেলা দেখতেও বাধ্য করতে পারে।
নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রমিজ রাজা বলেন, ‘কিছু লোক বলে যখন দুর্বল কোনো দল শক্তিশালী দলের বিপক্ষে খেলে তখন ম্যাচের ফলাফলের চাইতে আপনি কি শিখছেন সেটার দিকেই মনযোগ দেয়া উচিৎ। বড় দলগুলোর প্রক্রিয়া ও কিভাবে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হয় তা শিখুন।’
‘কিন্তু আমি মনে করি না জিম্বাবুয়ে এই সিরিজ থেকে কিছুই শিখতে পেরেছে। কারণ পুরো সিরিজেই পাকিস্তান আধিপত্য বিস্তার করেছে। এমনকি প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও তাদের পারফরম্যান্সে কোনো পার্থক্য দেখা যায়নি।’
তিনি আরও যোগ করেন, ‘এই ধরনের অমিলের সিরিজের কোনো দরকার নেই। টেস্ট ক্রিকেট এমনিতেই চাপে আছে, খুব কম সংখ্যক লোক এটি দেখে এখন। আপনি যদি তাদেরও এমন একতরফা ম্যাচ দেখাতে থাকেন তাহলে তারা চ্যানেল বদলে ফুটবল কিংবা অন্য খেলাই দেখবে। তিন দিনে টেস্ট শেষ হওয়া একটা রসিকতা।’