

শ্রীলঙ্কার জাতীয় দলের নির্বাচকরা দ্রুতই লাসিথ মালিঙ্গার সঙ্গে আলোচনায় বসবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে বিবেচনা করা নিয়ে তার সঙ্গে আলোচনায় বসবে নির্বাচকরা।
লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কার হয়ে শেষ খেলেছেন ২০২০ সালের মার্চে। এরপর মালিঙ্গা আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি।
এই বছরের আইপিএলের আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেও এখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেননি মালিঙ্গা। তবে এখনো জাতীয় দলের হয়ে খেলতে প্রস্তুত তিনি।
দ্য মর্নিং পত্রিকাকে সম্প্রতি লাসিথ মালিঙ্গা বলেন, ‘আমি টেস্ট ও ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছি তবে টি-টোয়েন্টি থেকে নিই নি। আমিও খুব আগ্রহ নিয়ে জানতে চাই যে নির্বাচকরা আমার মত সিনিয়র ক্রিকেটারের সার্ভিস কিভাবে জাতীয় দলে নিতে চায়। আমার ক্যারিয়ারে আমি একাধিক বার প্রমাণ করেছি যে আমি লম্বা বিরতি শেষে ফিরে দেশের হয়ে ভালো খেলেছি।’
একই পত্রিকাকে মালিঙ্গা ইস্যুতে লঙ্কানদের সিলেকশন কমিটির চেয়ারম্যান প্রমোদ্য বিক্রমাসিংহে বলেন, ‘আমরা দ্রুতই লাসিথ মালিঙ্গার সঙ্গে আলাপ করব। সে আমাদের ভবিষ্যত টি-টোয়েন্টি সফরের জন্য বিবেচনায় আছে। এর মধ্যে অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপও আছে।’
প্রমোদ্য যোগ করেন, ‘আমাদের সবসময় মনে রাখা উচিত সে আমাদের দেশের অন্যতম সেরা বোলার, তার বর্তমান ফর্মেও। তার রেকর্ড তার পক্ষে কথা বলে। সামনে দুই বছরে দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। আমরা আমাদের পরিকল্পনা নিয়ে আগামী কয়েক দিনের মধ্যে তাদের সঙ্গে আলোচনা করব।’