

হারারেতে ১ম টেস্টে স্বাগতিক জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারানো পাকিস্তান দ্বিতীয় ম্যাচেও ইনিংস ব্যবধানে জয়ের পথে। কোনমতে ২য় টেস্টকে ৪র্থ দিনে টেনে নিয়েছে জিম্বাবুয়ে। জয়ের জন্য পাকিস্তানের দরকার মাত্র ১ উইকেট। ইনিংস ব্যবধানে হার এড়াতে জিম্বাবুয়ের করতে হবে এখনো ১৫৮ রান।
১ম ইনিংসে আবিদ আলির ডাবল, আজহার আলির সেঞ্চুরি ও নওমান আলির ৯৭ রানে ভর করে ৫১০ রানের পাহাড় গড়ে পাকিস্তান। জবাবে ৪ উইকেটে ৫২ রান তুলে ২য় দিনের খেলা শেষ করে জিম্বাবুয়ে।
তৃতীয় দিনে এসে আর ৮০ রান তুলতেই ১ম ইনিংসের বাকি ৬ উইকেট হারায় স্বাগতিকরা। দলের ১৩২ রানে সর্বোচ্চ ৩৩ রান আসে রেজিস চাকাবভার ব্যাট থেকে।
পাকিস্তানের পক্ষে ৫ উইকেট নেন হাসান আলি, ২ উইকেট নেন সাজিদ খান, ১ টি করে উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি ও তাবিশ খান।
পাকিস্তান ফলো অনে ফেললে আবার ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। এবারও অন্যদের ব্যর্থতার ভীড়ে রান আসে রেজিস চাকাবভার ব্যাটে। ১৩৭ বলে ৮০ রান করেন চাকাবভা, তাকে দারুণ সঙ্গ দিয়ে ৪৯ রানের ইনিংস খেলেন অধিনায়ক ব্রেন্ডন টেইলর।
তবে এরপর লুক জঙ্গে ছাড়া আর কেউ দাঁড়াতে পারেনি শাহীন শাহ আফ্রিদি ও নওমান আলির সামনে। ৯ উইকেটে ২২০ রান নিয়ে দিনের খেলা শেষ করে জিম্বাবুয়ে। ৩১ রান করে অপরাজিত আছেন লুক জঙ্গে।
দ্বিতীয় ইনিংসে এখন অব্দি শাহীন শাহ আফ্রিদি ৪ ও নওমান আলি ৫ উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন শেষে):
পাকিস্তান ১ম ইনিংসে ৫১০/৮ (১৪৭.১ ওভারে ইনিংস ঘোষণা), ইমরান ২, আবিদ ২১৫*, আজহার ১২৬, বাবর ২, ফাওয়াদ ৫, সাজিদ ২০, রিজওয়ান ২১, হাসান ০, নওমান ৯৭; মুজারাবানি ২৯-৬-৮২-৩, এনগারাভা ২৪-৫-৫৮-১, জঙ্গে ১৭-১-৬৮-১, টিরিপানো ২২-৫-৮৩-১, চিসোরো ৪০.১-৭-১৩১-২
জিম্বাবুয়ে ১ম ইনিংসে ১৩২/১০ (৬০.৪), কাসুজা ৪, মুসাকান্দা ০, চাকাবভা ৩৩, টেইলর ৯, শুম্বা ২, চিসোরো ১, জঙ্গে ১৯, টিরিপানো ২৩, কায়া ১১, এনগারাভা ১৫*, মুজারাবানি ৭; শাহীন শাহ ১৪-৪-৩৪-১, তাবিশ ১৫-৮-২২-১, হাসান ১৩-৪-২৭-৫, সাজিদ ১২.৪-৬-৩৯-২
ফলো অনে পড়ে জিম্বাবুয়ে ২য় ইনিংসে ২২০/৯ (৬৩ ওভারে), কাসুজা ২২, মুসাকান্দা ৮, চাকাবভা ৮০, টেইলর ৪৯, শুম্বা ১৬, জঙ্গে ৩১*, টিরিপানো ০, কায়া ০, চিসোরো ৮, এনগারাভা ০, মুজারাবানি ০*; শাহীন শাহ ১৭-৫-৪৫-৪, নওমান ২১-৩-৮৬-৫
জিম্বাবুয়ে ১৫৮ রানে পিছিয়ে, জয়ের জন্য পাকিস্তানের দরকার ১ উইকেট।