

কোহলির অধিনায়কত্বে খেলা অসাধারণ এক অভিজ্ঞতা ভারতীয় পেসার মোহাম্মদ শামির কছে। ভিরাট যেভাবে খেলাটাকে পর্যবেক্ষণ করে, তা অতুলনীয়, তাঁর আগ্রাসী মনোভাব বেশ শিক্ষণীয়। সব সময় প্রতিযোগিতামূলক থাকতে চায় অধিনায়ক কোহলি। মাঠে বোলারদের যে স্বাধীনতা দেয়, তা বোলারদের আরও পরিণত হতে সাহায্য করেছে। কোহলির আচরণ মোহাম্মদ শামির কাছে মনে হয় ছোট বেলার বন্ধুর মতো।
ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ভারতীয় পেসার মোহাম্মদ শামি জানান অধিনায়ক ভিরাট কোহলি কোনদিনই নিজের দলের বোলারদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেন না। বোলারদের স্বাধীনতা দিয়ে আরও পরিণত হতে সাহায্য করেছেন ভিরাট।
‘ভাগ্য বা কঠোর পরিশ্রম তো রয়েছেই। কিন্তু ভিরাট আমাদের বরাবর পাশে দাঁড়িয়েছে। মাঠে পুরো স্বাধীনতা দেয় আমাদের। যখন আমাদের পরিকল্পনা ব্যর্থ হয় তখনই কেবল ও এসে সাহায্য করে। না হলে আমরা নিজেদের মতো স্বাধীন ভাবে বল করতে পারি।’
মোহাম্মদ শামির যেন একদম কাছের মানুষ অধিনায়ক ভিরাট কোহলি। অনেকটা ছোট বেলার বন্ধুর মতো। শামির কথায়,
‘ব্যক্তিগত ভাবে বলতে পারি, কোহলি কখনও অযাচিত কোনও চাপ দেয়নি। সাধারণত অধিনায়ককে কিছু জিজ্ঞাসা করার আগে ক্রিকেটারদের মনে একটু সাবধানতা থাকে। কিন্তু ভিরাটের ক্ষেত্রে সেটা কোনও দিন হয়নি। ও আমাদের সঙ্গে এমন ভাবে মজা করে যেন মনে হয় ছোটবেলার বন্ধু।’