

জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক, ধারাভাষ্যকার হার্শা ভোগলের হৃদয় ছুয়েছে পাকিস্তানের পেসার তাবিশ খানের সুযোগ পাবার গল্প। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টে প্রথমবার মত পাকিস্তানের হয়ে খেলতে নেমেছেন তাবিশ।
৩৬ বছর বয়সী তাবিশ প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়েছেন ৬০০ ছুঁইছুঁই উইকেট। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পাকিস্তানের ২৪৫ তম ক্রিকেটার হিসাবে টেস্ট অভিষেক।
অভিষেকে দ্রুত উইকেটও পেয়েছেন তাবিশ। তাবিশের এমন অভিষেকের পর তাকে নিয়ে টুইট করেছেন হার্শা ভোগলে।
টুইটে হার্শা ভোগলে লেখেন, ‘হারারে স্পোর্টস ক্লাবে দারুণ এক গল্প। একজন ফাস্ট বোলার ৫৯৮ প্রথম শ্রেণির উইকেট নিয়েছেন তবে এখন তার বয়স ৩৬। আপনি ভাবতে পারেন তার দেশের হয়ে খেলার সুযোগ নেই বললেই চলে। অবশেষে তার টেস্ট অভিষেক হল এবং সে ৬ষ্ঠ বলেই উইকেট পেল।
Quite a story from the Harare Sports Club. A fast bowler with 598 fc wickets but now 36 and, you would imagine, with diminishing chances of playing for his country, finally gets to make his test debut. And gets a wicket with his 6th ball! #TabishKhan
— Harsha Bhogle (@bhogleharsha) May 8, 2021
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগে এশিয়ান হিসাবে সর্বোচ্চ প্রথম শ্রেণির উইকেট তাবিশ খানের। তার চেয়ে বেশি উইকেট নেবার পর আন্তর্জাতিক অভিষেক হয় কেবল আয়ারল্যান্ডের টিম মুরতাগের (৭১২)।