

হারারেতে প্রথম টেস্ট ইনিংস ব্যবধানে জেতা সফরকারী পাকিস্তান দ্বিতীয় টেস্টেও আধিপত্য বজায় রেখেছে। ২য় দিনে এসে স্কোরবোর্ডে ৫১০ রান জমা করা পাকিস্তান দিন শেষের আগে তুলে নিয়েছে স্বাগতিকদের ৪ উইকেট। ক্যারিয়ারের ১ম ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন পাকিস্তান ওপেনার আবিদ আলি।
৪ উইকেটে ২৬৮ রান নিয়ে ১ম দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান। ১১৮ রান নিয়ে অপরাজিত ছিলেন আবিদ আলি, ১ রান নিয়ে নাইটওয়াচম্যান সাজিদ খান।
আজ আরও ১৯ রান করে তবে সাজঘরে ফেরেন সাজিদ। তবে অবিচল ছিলেন আবিদ আলি। ৬ষ্ঠ উইকেটে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ৩৭ রানের জুটি গড়েন আবিদ। ৮ নম্বরে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন হাসান আলি।
৯ এ নামা নওমান আলিকে নিয়ে অবিশ্বাস্য এক জুটি গড়েন আবিদ। দুজনে মিলে স্কোরবোর্ডে জমা করেন ১৬৯ রান। ক্যারিয়ারের ১ম ডাবল সেঞ্চুরি করার দিনে ৪০৭ বলে ২১৫ রান করে অপরাজিত থাকেন আবিদ। সেঞ্চুরির খুব কাছে যেয়ে থামতে হয় নওমান আলির। ১০৪ বলে ৯ চার ও ৫ ছক্কায় ৯৭ রান করে আউট হন তিনি। নওমান আউট হতেই ইনিংস ঘোষণা করে পাকিস্তান।
২য় দিনে ৩০ ওভার ব্যাটিং করেছে জিম্বাবুয়ে। তাতেই ৪ উইকেট হারিয়ে বসেছে স্বাগতিকরা। সাজঘরে ফিরেছেন কেভিন কাসুজা, তারিসাই মুসাকান্দা, ব্রেন্ডন টেইলর ও মিল্টন শুম্বা।
৪৫৮ রানে পিছিয়ে থেকে আগামীকাল ৩য় দিনের খেলা শুরু করবে জিম্বাবুয়ে। ২৮ রান নিয়ে অপরাজিত আছেন রেজিস চাকাবভা, ১ রান নিয়ে টেন্ডাই চাতারা।
সংক্ষিপ্ত স্কোর (২য় দিন শেষে):
পাকিস্তান ১ম ইনিংসে ৫১০/৮ (১৪৭.১ ওভারে ইনিংস ঘোষণা), ইমরান ২, আবিদ ২১৫*, আজহার ১২৬, বাবর ২, ফাওয়াদ ৫, সাজিদ ২০, রিজওয়ান ২১, হাসান ০, নওমান ৯৭; মুজারাবানি ২৯-৬-৮২-৩, এনগারাভা ২৪-৫-৫৮-১, জঙ্গে ১৭-১-৬৮-১, টিরিপানো ২২-৫-৮৩-১, চিসোরো ৪০.১-৭-১৩১-২
জিম্বাবুয়ে ১ম ইনিংসে ৫২/৪ (৩০), কাসুজা ৪, মুসাকান্দা ০, চাকাবভা ২৮*, টেইলর ৯, শুম্বা ২, চিসোরো ১*; শাহীন শাহ ৯-৩-১৬-১, তাবিশ ১০-৩-২২-১, হাসান ৬-৩-৭-১, সাজিদ ৩-৩-০-১
জিম্বাবুয়ে ৪৫৮ রানে পিছিয়ে।