

প্রতিপক্ষকে ব্যাকফুটে ফেলে দিতে শুরুতেই তাদের টপ অর্ডার ভেঙে দিলেই চলে। আর সেক্ষেত্রে সামনে থেকে নেতৃত্ব দিতে হয় নতুন বলের বোলারদের। বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন মনে করেন নতুন বলেই ম্যাচের ফলাফল নির্ধারিত হয়ে যায়। সেখানে দলের হয়ে সুযোগ পেলে সর্বোচ্চ টা দিতে চান তিনি।
৭ মে এক ভিডিও বার্তায় মোহাম্মদ সাইফউদ্দিন বলেন নতুন বলে উইকেট বের করে আনতে, ইকোনমিকাল বোলিং করতে চেষ্টা করবেন। যেমনটি করতে তারা সমর্থ হননি নিউজিল্যান্ডে। তাই সেখানে সাফল্যও ধরা দেয়নি।
সাইফউদ্দিন বলেন, ‘অবশ্যই একটা দলের প্রথম ১০ ওভারের সিনারিও ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়। অবশ্যই আমাদের বোলাদের অনেক বড় দায়িত্ব থাকে প্রথম ১০ ওভারে নতুন বলে উইকেট বের করে দেওয়া, ইকোনোমিকাল বোলিং করা, ওদের টপ অর্ডারের একটা-দুইটা ব্যাটসম্যান ফালানো, যেটা আমরা সবশেষ নিউজিল্যান্ড সিরিজে ব্যর্থ হয়েছি। তো ইন শা ল্লাহ চেষ্টা করব, যেহেতু চেনা কন্ডিশন, ঘরের মাঠে মিরপুরে প্র্যাকটিস করছি, আমাদের চেনা উইকেট… ইন শা আল্লাহ আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, যারা সুযোগ যাবে, যাতে ভালো খেলার এবং বোলাররা আরও দায়িত্ব নিয়ে যাতে খেলতে পারে।’
চেনা কন্ডিশনে, ঘরের মাঠে সর্বোচ্চটা দিয়ে ভালো ফল নিজেদের দিকে টেনে আনতে চান সাইফউদ্দিন।
‘প্রত্যাশা অনুযায়ী নিউজিল্যান্ডে ভালো খেলতে পারিনি, তো যেহেতু ঘরের মাটিতে অনেক ডমেস্টিক প্রিমিয়ার লিগ, আন্তর্জাতিক ম্যাচ খেলেছি, চেনা কন্ডিশন, মিরপুরের উইকেট, অবশ্যই চেষ্টা থাকবে ভালো খেলার, যদি সুযোগ পাই।’