

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের নির্বাচকরা আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজের জন্য টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে।
আগামী মাসের ১৮ তারিখ সাউদাম্পটনে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এরপর নটিংহামে ৪ আগস্ট থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ।
দল থেকে বাদ পড়েছেন হার্দিক পান্ডিয়া, পৃথ্বী শ, কুলদ্বীপ যাদবরা।
ভারতের টেস্ট স্কোয়াড-
রোহিত শর্মা, শুবমান গিল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, ভিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), হনুমা বিহারি, রিশাব পান্ট (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, শারদুল ঠাকুর ও উমেশ যাদব।
**ফিটনেস ক্লিয়ারেন্স পেলে যুক্ত হবেন লোকেশ রাহুল ও ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক)।
India’s squad: Virat Kohli (C), Ajinkya Rahane (VC), Rohit Sharma, Gill, Mayank, Cheteshwar Pujara, H. Vihari, Rishabh (WK), R. Ashwin, R. Jadeja, Axar Patel, Washington Sundar, Bumrah, Ishant, Shami, Siraj, Shardul, Umesh.
KL Rahul & Saha (WK) subject to fitness clearance.
— BCCI (@BCCI) May 7, 2021
স্ট্যান্ডবাই ক্রিকেটারঃ অভিমন্য এশ্বরান, প্রসিধ কৃষ্ণা, আবেশ খান ও আরজান নাগাসওয়াল্লা।
Standby players: Abhimanyu Easwaran, Prasidh Krishna, Avesh Khan, Arzan Nagwaswalla
Details 👉 https://t.co/AZhTboIYOR
— BCCI (@BCCI) May 7, 2021
ভারতের ইংল্যান্ড সফরের সূচিঃ
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল- ১৮-২২ জুন, সাউদাম্পটন
ভারত-ইংল্যান্ড ১ম টেস্ট- ৪-৮ আগস্ট, নটিংহাম
ভারত-ইংল্যান্ড ২য় টেস্ট- ১২-১৬ আগস্ট, লন্ডন (লর্ডস)
ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট- ২৫-২৯ আগস্ট, লিডস
ভারত-ইংল্যান্ড ৪র্থ টেস্ট- ২-৬ সেপ্টেম্বর, লন্ডন (ওভাল)
ভারত-ইংল্যান্ড ৫ম টেস্ট- ১০-১৪ সেপ্টেম্বর, ম্যানচেস্টার।