

করোনা ভাইরাসের কারণে মাঝপথে স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর বাকি অংশের ভাগ্য নির্ধারণে ৬ ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষের সঙ্গে ভার্চুয়াল সভায় বসে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্টের বাকি থাকা ২০ ম্যাচ সম্পর্কে পূর্নাঙ্গ আলোচনা হয় সভায়। যেখানে ফিডব্যাক আসে ন্যাশনাল কমান্ড ও অপারেশন সেন্টার থেকেও।
সভা শেষে সিদ্ধান্ত হয় বাকি ২০ টি ম্যাচের ভেন্যুর জন্য সংযুক্ত আরব আমিরাতকে প্রাধান্য দেওয়া হবে।
পিসিবি এখন সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করবে যে টুর্নামেন্টটি সেখানে সফলভাবে আয়োজন করা যায় কিনা।
সেক্ষেত্রে টুর্নামেন্টের শিডিউলে পরিবর্তন নিয়েও আলোচনা করবে তারা। সংযুক্ত আরব আমিরাতে দলগুলো কিভাবে থাকবে, ক্রিকেটারদের ট্রেনিং সুবিধা , ভিসা সহ সামগ্রিক বিষয়াদি নিয়ে আলোচনা করবে পিসিবি ও ইসিবি (আমিরাত ক্রিকেট বোর্ড)।
পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘আমাদের একটা সফল সভা হয়েছে যেখানে আমরা বিভিন্ন ফ্যাক্টর নিয়ে আলোচনা করেছি। এই সভায় সংযুক্ত আরব আমিরাত ভেন্যুর প্রশ্নে প্রাধান্য পেয়েছে। বেশ কিছু চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে যা সামনের দিনগুলোতে আমাদের অতিক্রম করতে হবে। আমরা পিএসএল ৬ সম্পন্ন করতে সম্ভাব্য সবকিছুই করব।’
📰 PCB and franchises discuss remaining matches of #HBLPSL6 📰
Read more: https://t.co/RZ45ywUQfj
— PakistanSuperLeague (@thePSLt20) May 7, 2021