

করোনা ভাইরাসের কারণে মাঝপথেই স্থগিত হয়েছে এবারের আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ)। স্থগিত হওয়াতে হাফ ছেড়েই বাঁচার কথা পাঞ্জাব কিংসের নিকোলাস পুরানের। এই ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান যে নিজেকে হারিয়ে খুঁজছিলেন টুর্নামেন্টে। ফর্মে ফেরার জন্য ব্যর্থতাকেই মোটিভেশন হিসাবে নিচ্ছেন পুরান।
এখন অব্দি ৮ ম্যাচ খেলে ৩ ম্যাচ জেতা পাঞ্জাব কিংস আছে পয়েন্ট তালিকার ৬ নম্বরে। ৭ ম্যাচ একাদশে থাকা পুরান ৬ ইনিংসে ব্যাট হাতে নেমেছেন। যার মধ্যে রান করেছেন কেবল ২ ইনিংসে।
রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে রানের খাতা না খুলতে পারা পুরান রান করেন কেবল দিল্লি ক্যাপিটালস (৯) ও কোলকাতা নাইট রাইডার্সের (১৯) বিপক্ষে ম্যাচে।
নিকোলাস পুরানের এবারের আইপিএল পারফরম্যান্সের এক ছবি প্রকাশ করে ইএসপিএনক্রিকইনফো। সেটি নিজের টুইটার আইডিতে টুইট করে পুরান লেখেন, ‘টুর্নামেন্টের স্থগিত হয়ে যাওয়া ও এর পেছনের কারণ হৃদয়বিদারক, তবে গুরুত্বপূর্ণ। দ্রুতই দেখা হবে আইপিএল।
ততদিন আমি এই ছবিকে মোটিভেশন হিসাবে ব্যবহার করব, আরো শক্তভাবে ফিরে আসার জন্য, সবাই নিরাপদ থাকুন।’
The suspension of the tournament and the reasons behind it are heart breaking, but neccessary. See you soon IPL!
In the meantime I’ll be using this picture as my motivation to come back stronger than ever. Keep safe everyone. pic.twitter.com/NS0SyliX5i
— nicholas pooran #29 (@nicholas_47) May 6, 2021