

প্রমোদ্য বিক্রমাসিংহের নেতৃত্বাধীন শ্রীলঙ্কার জাতীয় নির্বাচক প্যানেল ৬ সিনিয়র ক্রিকেটারকে সাক্ষাতের জন্য ডেকে পাঠিয়েছে। লঙ্কান গণমাধ্যমের খবর আসন্ন বাংলাদেশ সফরে (৩ ম্যাচের ওয়ানডে সিরিজ) এই ৬ জনকে বাদ বা বিশ্রাম দেওয়া হয়েছে।
৬ জনের কেউ বাদ পড়েছেন, কেউবা বিশ্রাম পেয়েছেন। কেন তারা বাদ পড়লেন বা বিশ্রাম পেলেন তার কারণ ব্যাখ্যা করার জন্যই তাদের ডেকে পাঠানো হয়েছে বলে খবর। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এর সূত্রের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে ডেইলি মিরোর অনলাইন।
এই ৬ ক্রিকেটারকে নিয়ে ভবিষ্যত ভাবনা কি শ্রীলঙ্কা দলের তাও তাদের জানিয়ে দেওয়া হবে।
এই ৬ ক্রিকেটার হলেন- দিমুথ করুনারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথুস, দীনেশ চান্দিমাল, নুয়ান প্রদীপ, রোশেন সিলভা ও দিলরুয়ান পেরেরা।
টিম ম্যানেজমেন্টের ভাবনা তাদেরকে জানিয়ে দেবার পাশাপাশি তাদের ভবিষ্যত ভাবনাও শুনবে নির্বাচকরা। দলকে বিশ্বমানের করতে তাদের ভাবনাও জানতে চাওয়া হবে।
এই আমন্ত্রণ থিসারা পেরেরাও পেয়েছিলেন, তবে অবসরের ঘোষণা দেওয়ায় তিনি থাকবেন না বলেই খবর।
সিমিয়র ও নির্বাচকদের এই সভায় থাকবেন না লঙ্কান হেডকোচ মিকি আর্থার।
শ্রীলঙ্কার সম্ভাব্য স্কোয়াডঃ
কুশল জেনিত পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ অধিনায়ক), ধানুশকা গুনাথিলাকা, আভিষ্কা ফার্নান্দো, পাথুম নিসাঙ্কা, নিরোশান ডিকওয়েলা, ধনঞ্জয়া ডি সিলভা, আসেন বান্দারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, আকিলা ধনঞ্জয়া, লাকসান সান্দাকান, ইসুরু উদানা, চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দুশমন্ত চামিরা ও শিরান ফার্নান্দো।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক ওয়ানডে স্কোয়াডঃ
তামিম ইকবাল খান, মোহাম্মদ নাইম শেখ, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম।
শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের সূচিঃ
শ্রীলঙ্কা দল ঢাকায় পৌঁছাবে – ১৬ মে, ২০২১
কোয়ারেন্টাইন- ১৭ ও ১৮ মে, ২০২১
অনুশীলন- ১৯, ২০, ২২, ২৪, ২৬ ও ২৭ মে, ২০২১- বিসিবি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি
ওয়ানডে প্রস্তুতি ম্যাচ- ২১ মে, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), সাভার
১ম ওয়ানডে- ২৩ মে, ২০২১, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২য় ওয়ানডে- ২৫ মে, ২০২১, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৩য় ওয়ানডে- ২৮ মে, ২০২১, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
শ্রীলঙ্কা দল বাংলাদেশ ছাড়বে- ২৯ মে, ২০২১।