

২০০২-০৩ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক। অবশেষে ১৩৭ ম্যাচ বাদে ২০২১ সালে এসে প্রথমবার টেস্ট খেলতে নেমেছেন পাকিস্তানের পেসার তাবিশ খান। ৩৬ বছর ১৪৬ দিন বয়সে লাল বলে প্রথমবার নিজ দেশকে প্রতিনিধিত্ব করতে নেমে রেকর্ড গড়লেন তাবিশ।
গেল ৬৫ বছরে পাকিস্তানের হয়ে টেস্ট অভিষিক্ত ক্রিকেটারদের মধ্যে তাবিশই সবচেয়ে বয়স্ক। বিশ্বের ইতিহাসে ৩৬ বা তার বেশি বয়সী ফাস্ট বোলারকে অভিষেক করানো এই দিয়ে দ্বিতীয়বার ঘটল। এর আগে আয়ারল্যান্ডের অভিষেক টেস্টে টিম মুরতাঘের অভিষেক হয়েছিল ৩৬ এ।
A wonderful reward for Tabish Khan after a long first-class cricket journey 👏👏👏 #HarHaalMainCricket pic.twitter.com/nBPracovbr
— Pakistan Cricket (@TheRealPCB) May 7, 2021
করাচিতে জন্ম নেওয়া এই পেসারকে একাদশে জায়গা দিতে বাদ পড়েছেন ফাহিম আশরাফ। টসে জিতে আগে ব্যাট করছে বাবর আজমের দল।
জিম্বাবুয়ের পক্ষে টেস্ট অভিষেক হয়েছে অলরাউন্ডার লুক জঙ্গের। ইনজুরিতে বাদ পড়েছেন ১ম টেস্ট খেলা প্রিন্স ম্যাসভাউর।
পাকিস্তান একাদশ-
ইমরান বাট, আবিদ আলি, আজহার আলি, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হাসান আলি, নওমান আলি, সাজিদ খান, শাহীন শাহ আফ্রিদি ও তাবিশ খান।
জিম্বাবুয়ে একাদশ-
কেভিন কাসুজা, তারিসাই মুসাকান্দা, রেজিস চাকাবভা (উইকেটরক্ষক), ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), মিল্টন শুম্বা, রয় কায়া, টেন্ডাই চিসোরো, লুক জঙ্গে, ডোনাল্ড টিরিপানো, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা।