

পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক মনে করেন এই মুহূর্তে পাকিস্তান দলে ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিমদের দরকার।
পাকিস্তানি গণমাধ্যম এআরওয়াই নিউজের সঙ্গে আলাপকালে শোয়েব মালিক বলেন একটি শক্তিশালী দল তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের মিশেলে হয়ে থাকে।
‘আমি মনে করি শক্তিশালী দল তখনই হয় যখন সেখানে সিনিয়র ক্রিকেটার যুক্ত হয়। আমার মতে এই দলের আমির, ওয়াহাব ও ইমাদকে প্রয়োজন।’
ইমাদ ওয়াসিম সব ফরম্যাটেই দলে সুযোগ পাবার জন্য অ্যাভেইলেবল, ওয়াহাব রিয়াজ কেবল সাদা বলের ক্রিকেটে অ্যাভেইলেবল হলেও মোহাম্মদ আমির অবসরের ঘোষণা দিয়েছেন।
যেকারণে মোহাম্মদ আমির অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন সেই একই কারণ সামনে আনলেন মালিক।
তিনি বলেন, ‘খেলোয়াড় নির্বাচন করা হয় পছন্দ-অপছন্দের ভিত্তিতে। আমি কারো বিপক্ষে নই, তবে আমরা এসব দেখে আসছি। মিসবাহ উল হক দুইটি পোস্ট পেয়েছিল, যেখানে সে কোচিং করানোর জন্য প্রস্তুতই ছিল না।’
বেশ কিছুদিন ধরে পাকিস্তান দলের বাইরে থাকা শোয়েব মালিক আরো একবার জানিয়েছেন তিনি এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে প্রস্তুত।
‘আমি এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মুখিয়ে আছি। এই চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত করতে আমি কঠোর পরিশ্রমও করছি।’