

আগামী ৭ মে হারারে স্পোর্টস ক্লাবে শুরু হচ্ছে জিম্বাবুয়ে ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট। এই টেস্টকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে।
১ম টেস্টে ইনিংস ও ১১৬ রানে হেরেছে ব্রেন্ডন টেইলরের দল।
এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আজ দ্বিতীয় টেস্টের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন পাকিস্তান দলপতি বাবর আজম।
প্রথম টেস্ট খেলা ১১ জনের সঙ্গে যুক্ত হয়েছেন হারিস রউফ ও তাবিশ খান।
দ্বিতীয় টেস্টের জন্য জিম্বাবুয়ে স্কোয়াড-
ব্রেন্ডন টেইলর (অধিনাইয়ক), তাকুজবানাশি কাইতানো, রেজিস চাকাবভা, তারিসাই মুসাকান্দা, টেন্ডাই চিসোরো, ব্লেসিং মুজারাবানি, তানাকা শিভাঙ্গা, রিচার্ড এনগারাভা, নিয়াউচি ভিক্টর, কায়া রয়, মিল্টন শুম্বা, কেভিন কাসুজা, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা ও ডোনাল্ড টিরিপানো।
READY FOR BATTLE | Here’s the @ZimCricketv squad for the second Test versus @TheRealPCB, set to get underway this Friday at Harare Sports Club . . . All the best, lads! 🏏🇿🇼 #ZIMvPAK | #OsakaBatteries | #ServisTyresTesSeries | #VisitZimbabwe | #BowlOutCovid19 pic.twitter.com/ejwSEqxehv
— Zimbabwe Cricket (@ZimCricketv) May 6, 2021
দ্বিতীয় টেস্টের জন্য পাকিস্তানের স্কোয়াড-
আবিদ আলি, ইমরান বাট, আজহার আলি, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, হাসান আলি, শাহীন শাহ আফ্রিদি, তাবিশ খান, নওমান আলি, সাজিদ খান ও হারিস রউফ।