

মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সম্মানসূচক আজীবন সদস্যপদ পেলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার শহীদ আফ্রিদি।
আজীবন সদস্যপদের কার্ড নিয়ে টুইটারে নিজের অনুভূতি ব্যক্ত করেন এবং এমন সম্মানের জন্য এমসিসিকে ধন্যবাদ জানান সাবেক এ পাকিস্তানি অধিনায়ক।
‘এমসিসির আজীবন সদস্যপদ পাওয়া অনেক বড় সম্মানের। এমন অভুতপূর্ব সম্মান ও মর্যাদা দেওয়ার জন্য বিশ্বের সবচেয়ে গৌরবময় ক্রিকেট ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি,’ আফ্রিদি বলেন।
তিনি আরও জানান, মাঠ এবং মাঠের বাইরে তিনি এ খেলার প্রতি নিজের উৎসাহ উদ্দীপনা চালিয়ে যাবেন।
‘এই সুন্দর খেলাটির প্রতি ক্রিকেট মাঠের ভেতর এবং বাইরে আমি কাজ করে যাবো,’ টুইটারে বলেন তিনি।
A big honour to receive @MCCOfficial lifetime membership. I want to thank the most prestigious cricket club in the world for the respect and recognition. I would continue to play my part in promotion of this wonderful sport both on and off the cricket field. pic.twitter.com/AaRKKzLXQr
— Shahid Afridi (@SAfridiOfficial) May 4, 2021
পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটে ৫০০ এরও অধিক ম্যাচ খেলেছেন আফ্রিদি। দশ হাজারের বেশি রানের পাশাপাশি ৫৪১টি উইকেটও শিকার করেছেন তিনি।
আফ্রিদিসহ ২৪ জন পাকিস্তানি খেলোয়াড় এ সম্মাননা পেয়েছেন।