

এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান। নিলামে ভিত্তিমূল্যে দলে নেওয়া মুস্তাফিজকে এখন অব্দি ৭ ম্যাচেই খেলিয়েছে রাজস্থান। ৭ ম্যাচে ৮ উইকেট নিয়ে দলের দ্বিতীয় সফল বোলার মুস্তাফিজ। সর্বশেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে নিয়েছেন ৩ উইকেট।
সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ২০ রান খরচে মুস্তাফিজ নিয়েছেন মনিশ পান্ডে, মোহাম্মদ নবি ও রাশিদ খানের উইকেট।
View this post on Instagram
স্লোয়ার, কাটার, সুইং দিয়ে হায়দ্রাবাদ ব্যাটসম্যানদের ভুগিয়েছেন মুস্তাফিজ। এই ম্যাচে মুস্তাফিজের পারফরম্যান্স দেখে খুশি ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সে মুস্তাফিজের সঙ্গে খেলা মিচেল ম্যাকক্লেনাগান। এবারের আইপিএলে দল না পাওয়া ম্যাকক্লেনাগান অকল্যান্ডে বসে দেখেছেন সাবেক সতীর্থের খেলা।
টুইট করে ম্যাকক্লেনাগান লেখেন, ‘মুস্তাফিজ, তার সেরাটাতে ফিরেছেন। খুবই ভালো লাগছে দেখতে।
@Mustafiz90 back to looking his best – so nice to see 💪#SRHvsRR
— Mitchell McClenaghan (@Mitch_Savage) May 2, 2021
FIZZ THE WHIZ ❤️
— Rajasthan Royals (@rajasthanroyals) May 2, 2021
Agreed very nice happy for him 🥰
— Mitchell McClenaghan (@Mitch_Savage) May 2, 2021