

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে চারে নামিয়ে ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষ দল এখন ২০১৯ বিশ্বকাপের রানার আপ নিউজিল্যান্ড।
আইসিসি আজ দলীয় র্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদ প্রকাশ করেছে। যেখানে ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে শীর্ষস্থান হারিয়ে চারে নামলেও টি-টোয়েন্টিতে শীর্ষস্থান ধরে রেখেছে ইংল্যান্ড।
২০১৯ বিশ্বকাপ সহ ২০১৯-২০ এ হওয়া খেলা বিবেচনায় এসেছে এই বার্ষিক র্যাংকিং হালনাগাদে। ২০২০ সালের মে মাস থেকে খেলা ম্যাচগুলোর পারফরম্যান্স ১০০ শতাংশ ও তার আগের দুই বছরে খেলা ম্যাচগুলোর পারফরম্যান্সকে ৫০ শতাংশ বিবেচনা করে করা হয়েছে হালনাগাদ।
বাংলাদেশকে ৩-০ ব্যবধানে ঘরের মাঠে হারিয়ে ৩ রেটিং পয়েন্ট পেয়েছে নিউজিল্যান্ড। ১২১ রেটিং পয়েন্ট নিয়ে কেন উইলয়ামসনের দল এখন ওয়ানডেতে শীর্ষে। দুই ধাপ এগিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১১৮। তৃতীয় ও চতুর্থ অবস্থানে থাকা ভারত ও ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ১১৫ করে।
বিগত ১২ মাসে অস্ট্রেলিয়া ও ভারতের কাছে সিরিজ হারা ইংল্যান্ড হেরেছে আয়ারল্যান্ডের বিপক্ষে ১ ম্যাচেও। তাতে তাদের কমেছে ৬ রেটিং পয়েন্ট।
৪ রেটিং পয়েন্ট পেয়ে ৯ থেকে ৮ নম্বরে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ১ রেটিং পয়েন্ট হারিয়ে শ্রীলঙ্কার অবস্থান ৯ নম্বরে।
হালনাগাদে বাংলাদেশের যুক্ত হয়েছে ১ রেটিং পয়েন্ট। তবে বদল হয়নি অবস্থানের। আগের ৭ নম্বরেই আছে তামিম ইকবালের দল।
New Zealand have replaced the reigning world champions, England, as the No.1 side in the annual @MRFWorldwide ICC Men’s ODI Team Rankings update.
Details 👇
— ICC (@ICC) May 3, 2021
ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিং প্রকাশিত হলেও প্রকাশ পায়নি টেস্ট দলের র্যাংকিং। চলমান পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজ শেষ হলে প্রকাশ করা হবে সেটিও।
আইসিসির বার্ষিক হালনাগাদের পর ওয়ানডেতে দলের র্যাংকিং
১. নিউজিল্যান্ড- ১২১ (+৩)
২. অস্ট্রেলিয়া- ১১৮ (+৭)
৩. ভারত- ১১৫ (-৪)
৪. ইংল্যান্ড- ১১৫ (-৬)
৫. দক্ষিণ আফ্রিকা- ১০৭ (+১)
৬. পাকিস্তান- ৯৭ (-৫)
৭. বাংলাদেশ- ৯০ (+১)
৮. ওয়েস্ট ইন্ডিজ- ৮২ (+৪)
৯. শ্রীলঙ্কা- ৭৯ (-১)
১০. আফগানিস্তান- ৬২ (+৩)
১১. নেদারল্যান্ডস- ৪৯ (+৫)
১২. আয়ারল্যান্ড- ৪৫ (০)
১৩. জিম্বাবুয়ে- ৩৯ (-৩)
পড়ুনঃ টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশ দলের উন্নতি