

৪০০ ছাড়ানো লিড (৪১৪) নিয়ে চতুর্থ দিনের লাঞ্চ বিরতিতে যায় শ্রীলঙ্কা। লাঞ্চের পরে আর ২২ রান স্কোরবোর্ডে জমা হতে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ৪৩৭ রানের জয়ের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে মুমিনুল হকের দল, যা করতে পারলে অসাধ্য সাধন করা হবে টাইগারদের।
লাঞ্চ বিরতি থেকে ফিরে দ্রুত রান তুলতে যেয়ে দ্রুত উইকেটও হারায়। ৯ম ব্যাটসম্যান হিসাবে সুরাঙ্গা আলাকমাল আউট হলে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। বাংলাদেশের পক্ষে ৫ উইকেট নেন তাইজুল ইসলাম। টেস্টে এক ইনিংসে যা তার ৮ম পাঁচ উইকেট প্রাপ্তি, তার সামনে কেবল সাকিব আল হাসান (১৮)।
বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে পজিটিভ ব্যাটিং করতে থাকে বাংলাদেশ। আগের ইনিংসে সর্বোচ্চ ৯২ রান করা তামিম এদিন ২৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৪ রান করে থামেন। অপর ওপেনার সাইফ হাসান ৫ চার ও ১ ছয়ে করেন ৩৪ রান। তামিমকে ফেরান রমেশ মেন্ডিস, সাইফকে প্রবীন জয়াবিক্রমা।
চা বিরতির কিছু আগে ফেরেন নাজমুল হোসেন শান্তও। ৪৪ বলে ৪ চারে ২৬ রান করা শান্তকে বোল্ড করেন জয়াবিক্রমা।
মুমিনুল ২৭ ও মুশফিক ১ রানে অপরাজিত থেকে চা বিরতিতে যান। জয় থেকে এখনো ৩২৫ রান দূরে বাংলাদেশ, খেলা বাকি ৪ সেশন।
সংক্ষিপ্ত স্কোর (৪র্থ দিন, ২য় সেশন পর্যন্ত):
শ্রীলঙ্কা ১ম ইনিংসে ৪৯৩/৭ (১৫৯.২ ওভারে ইনিংস ঘোষণা), করুনারত্নে ১১৮, থিরিমান্নে ১৪০, ওশাদা ৮১, ম্যাথুস ৫, ধনঞ্জয়া ২, নিসাঙ্কা ৩০, ডিকওয়েলা ৭৭*, রমেশ ৩৩; তাসকিন ৩৪.২-৭-১২৭-৪, শরিফুল ২৯-৬-৯১-১, তাইজুল ৩৮-৭-৮৩-১।
বাংলাদেশ ১ম ইনিংসে ২৫১/১০ (৮৩), তামিম ৯২, সাইফ ২৫, শান্ত ০, মুমিনুল ৪৯, মুশফিক ৪০, লিটন ৮, মিরাজ ১৬, তাইজুল ৯, তাসকিন ০, শরিফুল ০, রাহি ০*;লাকমল ১০-০-৩০-২, রমেশ ৩১-৭-৮৬-২, জয়াবিক্রমা ৩২-৭-৯২-৬
শ্রীলঙ্কা ২য় ইনিংসে ১৯৪/৯ (৪২.২ ওভারে ইনিংস ঘোষণা), থিরিমান্নে ২, করুনারত্নে ৬৬, ওশাদা ১, ম্যাথুস ১২, ধনঞ্জয়া ৪১, নিসাঙ্কা ২৪, ডিকওয়েলা ২৪, রমেশ ৮, লাকমল ১২, জয়াবিক্রমা ৩*; মিরাজ ১৪-৩-৬৬-২, তাইজুল ১৯.২-২-৭২-৫, সাইফ ৪-০-২২-১
বাংলাদেশ ২য় ইনিংসে ১১২/৩ (২৬), তামিম ২৪, সাইফ ৩৪, শান্ত ২৬, মুমিনুল ২৭*, মুশফিক ১*; রমেশ ১১-০-৬০-১, জয়াবিক্রমা ৯-২-৩১-২
জয়ের জন্য বাংলাদেশের দরকার ৩২৫ রান, শ্রীলঙ্কার ৭ উইকেট।