

করোনার বিরুদ্ধে লড়তে প্রয়োজনী অর্থ যোগাড়ে বিভিন্ন মহল নানাধর্মী উদ্যোগ নিচ্ছে। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ক্রিকেটীয় ইভেন্ট দিয়ে করোনা যুদ্ধের বিরুদ্ধে লড়বে। শ্রীলঙ্কা গ্রেটস একাদশ ও টিম শ্রীলঙ্কা নামে দুই দলের লড়াই হবে ক্যান্ডিতে। এই প্রদর্শনী ম্যাচে বসবে সাবেক-বর্তমান তারার মেলা।
আগামী ৪ মে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই চ্যারিটি ম্যাচ অনুষ্ঠিত হবে। গতকাল (১ মে) দুই দলের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। শ্রীলঙ্কা গ্রেটস একাদশের অধিনায়ক হিসাবে থাকবেন সনাথ জয়সুরিয়া, টিম শ্রীলঙ্কার নেতৃত্বভার দাসুন শানাকার কাঁধে।
শ্রীলঙ্কা গ্রেটস একাদশঃ
সনাথ জয়সুরিয়া (অধিনায়ক), অরবিন্দ ডি সিলভা, হাসান তিলকারত্নে ( কোচ, ক্রিকেটার), পারভেজ মাহরুফ, উপুল চন্দনা, উপুল থারাঙ্গা, নুয়ান কুলেসেকারা, থিলান থুসারা, ধামিকা প্রসাদ, চামারা সিলভা, মালিন্দা ওয়ার্নাপুর্না, ইন্ডিকা ডি শরম, জিহান মুবারক ও সামান জয়ন্ত।
টিম শ্রীলঙ্কাঃ
দাসুন শানাকা (অধিনায়ক), কুশল জেনিত পেরেরা, আভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকশে, ইসুরু উদানা, রমেশ মেন্ডিস, সাদিরা স্মারাবিক্রমা, থিসারা পেরেরা, পাথুম নিসাঙ্কা, চামিকা করুনারত্নে, লাকসান সান্দাকান, রোশেন সিলভা, আসিথা ফার্নান্দো ও বিজয়াকান্ত বিশাখান্ত।
🗣 SQUAD ANNOUNCEMENT – #SriLankaGreatsXI vs #TeamSriLanka
It’s time to start getting excited 🤩Are you ready to cheer them?
More Details: https://t.co/W2lmQX8Vo7#SLGXIvsTSL pic.twitter.com/cMwSQTPfsz
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) May 1, 2021