

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সভাপতি নাজমুল হাসান পাপন আজ ঘরোয়া ক্রিকেট খেলা ক্রিকেটারদের জন্য আর্থিক প্রণোদনা দেবার ঘোষণা দিয়েছেন। বিসিবি মোট ১৭২০ ক্রিকেটারের মাঝে প্রায় ২ কোটি টাকা প্রণোদনা হিসাবে দিবে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি। সেখানে বলা হয়েছে ১৭২০ নারী ও পুরুষ ক্রিকেটার যাদের বেশির ভাগই বিসিবির চুক্তির বাইরে তাদেরকে এই সুবিধা দেওয়া হবে। চুক্তিবদ্ধ নারী ক্রিকেটাররাও এই দুই কোটি টাকার প্রণোদনার ছাতার নিচে থাকবেন।
১৭২০ ক্রিকেটারের মধ্যে ১৪৩২ জন পুরুষ ক্রিকেটার, ২৮৮ জন নারী। করোনা ভাইরাসের কারণে বন্ধ আছে ঘরোয়া ক্রিকেটের প্রতিযোগিতাগুলো। একারণেই বিসিবি সভাপতির পরামর্শে বিসিবি ক্রিকেটারদের সাহায্যে এগিয়ে আসছে।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, ঢাকা ১ম/২য়/৩য় ডিভিশন লিগে খেলা পুরুষ ক্রিকেটাররা এই সুবিধার আওতায় আসছেন। নারীদের ক্ষেত্রে জাতীয়, ইমার্জিং, অনূর্ধ্ব-১৯, জাতীয় ক্রিকেট লিগ, প্রিমিয়ার ডিভিশন ও প্রথম বিভাগীয় লিগ খেলা ক্রিকেটাররা পাচ্ছেন আর্থিক প্রণোদনা।
Tags: নাজমুল হাসান পাপন বিসিবি