

মে মাসের মাঝামাঝিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের এই গুরুত্বপূর্ণ সিরিজের জন্য আজ প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন ইমরুল কায়েস। বাংলাদেশের হয়ে ৩৯ টেস্ট, ৭৮ ওয়ানডে ও ১৪ টি-টোয়েন্টি খেলা ইমরুল কায়েস দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে। ৩৪ বছর বয়সী ইমরুল কায়েস শেষবার টাইগারদের হয়ে ওয়ানডে খেলেছিলেন ২০১৮ সালের ডিসেম্বরে, ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের স্কোয়াডে থাকা ২০ জনের ১৯ জনই আছেন প্রথমিক স্কোয়াডে। সাথে যুক্ত হয়েছেন সাকিব আল হাসান, ইমরুল কায়েস, তাইজুল ইসলাম ও শহিদুল ইসলাম। বাদ পড়েছেন আল আমিন হোসেন।
কোলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ছুটি নিলেও দেশের মাটিতে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে ঠিকই খেলবেন সাকিব আল হাসান। খেলবেন রাজস্থান রয়্যালসের পক্ষে আইপিএল খেলতে থাকা মুস্তাফিজুর রহমানও।
সিরিজকে সামনে রেখে আগামীকাল (২ মে) দেশে থাকা ক্রিকেটারদের নিয়ে অনুশীলন শুরু হবে, যা চলবে ৫ মে পর্যন্ত। ৬ মে বিরতি দিয়ে ৭ মে প্রাথমিক স্কোয়াডের সবাই একসাথে অনুশীলন করবে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটারদের অনুশীলন চলবে ৮ ও ৯ মে’তেও।
১০ থেকে ১৭ মে পবিত্র ঈদ-উল-ফিতরের জন্য ছুটি কাটিয়ে আবার অনুশীলনে ফিরবে তামিম-সাকিবরা।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক ওয়ানডে স্কোয়াডঃ
তামিম ইকবাল খান, মোহাম্মদ নাইম শেখ, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম।