

হট ফেভারিট রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) বিপক্ষে দাপুটে জয় পেয়েছে পাঞ্জাব কিংস। অধিনায়ক লোকেশ রাহুলের সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংসের সাথে হারপ্রীত ব্রারের অলরাউন্ড পারফরম্যান্সে ৩৪ রানের জয় পায় পাঞ্জাব। ৭ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের ৫ম স্থানে উঠে এসেছে পাঞ্জাব কিংস। অন্যদিকে ২য় পরাজয়ে ৩য় অবস্থানেই থাকলো ভিরাট কোহলির দল।
পাঞ্জাবের আগের ২টি জয়ের বড় কারণ ছিল লোকেশ রাহুলের লম্বা ইনিংস। এদিনও তার ব্যতিক্রম হয়নি। একপ্রান্ত আগলে ধরে খেলেছেন অসাধারণ ইনিংস। ৫৭ বলে ৭ চার ও ৫ ছয়ে অপরাজিত ৯১ রান করেন তিনি।
তিনে নেমে মারমুখী ব্যাটিং প্রদর্শন করেছেন ইউনিভার্স বস ক্রিস গেইল। কাইল জেমিসনের ১ ওভারে ৫টি বাউন্ডারি হাঁকিয়েছিলেন। তবে চার রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করলেও ২৪ বলের ইনিংসে ছিল ৬ চার ও ২ ছয়। এছাড়া শেষদিকে অপরাজিত ২৫ রান করে রাহুলকে যোগ্য সহায়তা দেন আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে ২ বছর পর সুযোগ পাওয়া হারপ্রীত ব্রার। এ তিনজনের ব্যাটিংয়ে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে পাঞ্জাব কিংস।
আরসিবির জেমিসন ২টি এবং ড্যানিয়েল স্যামস,যুজবেন্দ্র চাহাল ও শাহবাজ আহমেদ ১টি করে উইকেট নেন।
১৮০ রানের টার্গেটে খেলতে নেমে পাঞ্জাবের স্পিনারদের বোলিং তোপে আরসিবি ৮ উইকেটে ১৪৫ রানের বেশি করতে পারেনি। সর্বোচ্চ ৩৫ রান করেন কোহলি। এছাড়া রজত পাতিদার ও হারশাল প্যাটেল ২ জনই করেন ৩১ রান। দেবদূত পাডিকাল, গ্লেন ম্যাক্সওয়েল এবং এবি ডি ভিলিয়ার্সের ব্যাট এদিন হাসেনি।
কোহলি, ম্যাক্সওয়েল ও ডি ভিলিয়ার্সের ৩টি মূল্যবান উইকেট নিয়ে আরসিবির ব্যাটিং লাইনআপ একাই ধ্বসে দেন বামহাতি স্পিনার হারপ্রীত ব্রার। এছাড়াও লেগ স্পিনার রবি বিষ্ণয় নেন ২ উইকেট। এ দুইজন মিলে ৮ ওভারে মাত্র ৩৬ রান দিয়ে আরসিবির ৫ উইকেট শিকার করেন।
ব্যাট হাতে ২৫ রানের পাশাপাশি বোলিংয়ে ৩ উইকেটের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার পান পাঞ্জাবের হারপ্রীত ব্রার।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাঞ্জাব কিংসঃ ১৭৯/৫ (২০), রাহুল ৯১, প্রাভসিমরান ৭, গেইল ৪৬, পুরান ০, হুডা ৫, শাহরুখ ০, হারপ্রীত ২৫*; স্যামস ৪-০-২৪-১, সিরাজ ৩-০-২৪-০, জেমিসন ৩-০-৩২-২, চাহাল ৪-০-৩৪-১, হারশাল ৪-০-৫৩-০, শাহবাজ ২-০-১১-১
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরঃ ১৪৫/৮ (২০), কোহলি ৩৫, পাডিকাল ৭, পাতিদার ৩১, ম্যাক্সওয়েল ০, ডি ভিলিয়ার্স ৩, শাহবাজ ৮, স্যামস ৩, জেমিসন ১৬*, হারশাল ৩১, সিরাজ ০*; মেরেডিথ ৩.২-০-২৯-১, শামি ৩.৪-০-২৮-১, বিষ্ণয় ৪-০-১৭-২, হারপ্রীত ৪-১-১৯-৩, জর্ডান ৪-০-৩১-১, হুডা ১-০-১৩-০
ফলাফলঃ পাঞ্জাব কিংস ৩৪ রানে জয়ী
ম্যাচ সেরাঃ হারপ্রীত ব্রার (পাঞ্জাব কিংস)।