

আজকের আগে ৩১ টেস্টের ৫৭ ইনিংসে ব্যাট করে ৬ বার কোন রান না করে আউট হয়েছেন বাবর আজম। তবে কখনোই সাদা পোশাকে প্রথম বলেই সাজঘরে ফেরেননি। বাবর সেই তিতা গোল্ডেন ডাকের স্বাদ পেলেন ৫৮ তম ইনিংসে এসে।
জিম্বাবুয়ের বিপক্ষে হারারে স্পোর্টস ক্লাবে চলমান প্রথম টেস্টে প্রথমবারের মত গোল্ডেন ডাকের শিকার হলেন পাকিস্তান দলপতি। তাছাড়া ফর্মের তুঙ্গে থাকা বাবর টেস্টে কোন রান না করে ফিরলেন ২০১৮ সালের অক্টোবরের পর এই প্রথম।
ডোনাল্ড টিরিপানোর বলে শর্ট মিড অনে রয় কায়াকে ক্যাচ দেন বাবর।
#1stTest | Day 2 | GOLDEN DUCK! Babar Azam c Kaia b Tiripano
🇵🇰 now 182-3 after 65.1 overs#ZIMvPAK | #OsakaBatteries | #ServisTyresTestSeries | #VisitZimbabwe
— Zimbabwe Cricket (@ZimCricketv) April 30, 2021
☝️ Azhar Ali
☝️ Babar AzamPakistan take the first-innings lead, but have lost two quick wickets.
📸 @ZimCricketv | #ZIMvPAK | https://t.co/paIhJJGEvz pic.twitter.com/mwyoNVyMsy
— ICC (@ICC) April 30, 2021
৩২ ম্যাচের ৫৮ ইনিংস শেষে বাবর আজমের টেস্ট রান ২১৬৭। ১৬ ফিফটির সঙ্গে আছে ৫ সেঞ্চুরি, গড়টা ৪৩.৩৪।
বাবর কোন রান না করলেও দ্বিতীয় দিনে এসে লিড নিশ্চিত করেছে সফরকারী পাকিস্তান। জিম্বাবুয়েকে ১৭৬ রানে গুটিয়ে দিয়ে প্রতিবেদন লেখার সময় পাকিস্তানের রান ৩ উইকেটে ১৮৮। ৬০ রান করে আবিদ আলি আউট হলেও ক্যারিয়ারের প্রথম ৫০ ছাড়ানো ইনিংস খেলে ইমরান বাট এগিয়ে চলেছেন সেঞ্চুরির দিকে।