

পাল্লেকেলের উইকেট গতকাল প্রথমদিনে টাইগার বোলারদের একরাশ হতাশা উপহার দিলেও আজ দ্বিতীয় দিন প্রথম সেশনেই নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। তাসকিন আহমেদ-তাইজুল ইসলামে সেশনে মাত্র ৪৩ রান তুলতেই ৩ উইকেট হারালো শ্রীলঙ্কা। লাঞ্চের আগে স্বাগতিকদের স্কোরবোর্ডে ৪ উইকেটে ৩৩৪ রান।
১ উইকেটে ২৯১ রান নিয়ে দিন শুরু করেছিল লঙ্কান দুই অপরাজিত ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে ও ওশাধা ফার্নান্দো। দুজনের ৮২ রানের জুটিতে আজ যোগ হয়েছে আরও ২২ রান। প্রথমদিনের উইকেট প্রথম টেস্টের উইকেটের কথাই বারবার মনে করাচ্ছিল। তবে আজ সকালে তাসকিন, শরিফুল ইসলাম, আবু জায়েদ রাহিরা দারুণ ভুগিয়েছেন লঙ্কান ব্যাটসম্যানদের। যাতে স্পষ্ট হয় ধীরে ধীরে উইকেট সহায়তা করতে পারে বোলারদেরও।
দিনের প্রথম ১০ ওভারে থিরিমান্নে-ফার্নান্দো রান নিতে পেরেছেন মাত্র ১৪। এই রান আটকে দিতে পারাটাই পরবর্তীতে উইকেট পাওয়ার ক্ষেত্রে কাজে দেয়। সিরিজে দুর্দান্ত বোলিং করা তাসকিনের হাত ধরে দিনের ১৫ তম ওভারে এসে সাফল্যের দেখা পায় বাংলাদেশ। ক্যাচ মিস না হলে আগেরদিনও প্রথম সাফল্য এনে দিতে পারতেন তাসকিন। আজ শুরু থেকেই লাহিরু থিরিমান্নেকে শর্ট বলে অস্বস্তিতে ফেলার পুরষ্কার পেলেত দ্রুতই।
দিনে নিজের করা ৫ম ওভারের প্রথম বলে লেগ স্টাম্পের খানিক বাইরের বল খোঁচা দিয়ে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ধরা পড়েন থিরিমান্নে। ১৩১ রানে দিন শুরু করা এই বাঁহাতি থেমেছেন ২৯৮ বলে ১৫ চারে ১৪০ রান তুলে। ভাঙে থিরিমান্নে-ফার্নান্দোর ১০৪ রানের জুটি।
ওভারের চতুর্থ বলেই নতুন ব্যাটসম্যান অ্যাঞ্জেলা ম্যাথুসকে খালি হাতে ফেরাতে পারতেন তাসকিন। তার অফ স্টাম্পের বাইরের ফুলার লেংথের বল ডিফেন্স করতে গিয়ে আউটসাইড এজ হয়ে লিটনের হাতে ক্যাচ দেন ম্যাথুস। কিন্তু জোরালো কোনো আবেদন করেনি বাংলাদেশ। পরে টিভি রিপ্লেতে যা স্পষ্ট দেখা যায় এইজ হয়েছিল ম্যাথুসের।
ততক্ষণে ক্যারিয়ারের চতুর্থ টেস্ট ফিফটির দেখা পান ওশাধা ফার্নান্দো। ৪০ রানে দিন শুরু করা ফার্নান্দো ১০২ তম ওভারে রাহিকে চার মেরে ১৩২ বলে ফিফটিতে পৌঁছান।
দিনের ১৯তম ও নিজের ৭ম ওভার করতে এসে আবারও উইকেট শিকার তাসকিনের। অফ স্টাম্পের বাইরের ব্যাক অব লেংথের ডেলিভারি ম্যাথুস খোঁচা মেরে উইকেটের পেছনে লিটনের হাতে দেন। ফলে তার বিপক্ষে কট বিহাইন্ডের আগের আবেদন না করার খেসারত খুব বেশি দিতে হয়নি বাংলাদেশকে। ৫ রানেই সাজঘরে ফিরতে হয় এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে।
লাঞ্চের ৪ ওভার আগে তাইজুলের স্পিনে ফিরেছেন ধনঞ্জয়া ডি সিলভাও। আগের টেস্টে সেঞ্চুরি হাঁকানো ধনঞ্জয়া তাইজুলের বাঁহাতি স্পিন পড়তে পারেননি ভালোভাবে। অফ স্টাম্পের বাইরে হালকা টার্ন নেয়া বল সামনে ঠেলে দিতে চেয়েছিলেন। যা তার ব্যাত স্পর্শ করে উইকেট রক্ষক লিটনের গ্লাভস হয়ে স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেন শান্তের তালুবন্দী হয়। ৯ বল আর ২ রানের বেশি স্থায়ী হয়নি ধনঞ্জয়ার ইনিংস।
১৫ রানের ব্যবধানে ৩উইকেট হারানো শ্রীলঙ্কা শেষ পর্যন্ত লাঞ্চে যায় ৪ উইকেটে ৩৩৪ রান নিয়ে। ১৭২ বলে ৭ চারে ৬৫ রানে ওশাধা ফার্নান্দো ও কোন রান না করে অপরাজিত আছেন পাথুম নিসাঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর (২য় দিন, লাঞ্চ বিরতি পর্যন্ত):
শ্রীলঙ্কা ৩৩৪/৪ (১২৬), করুনারত্নে ১১৮, থিরিমান্নে ১৪০, ওশাদা ৬৫*, ম্যাথুস ৫, ধনঞ্জয়া ২, নিসাঙ্কা ০*; তাসকিন ২৬-৭-৮৬-২, শরিফুল ২১-৫-৫৯-১, তাইজুল ২৫-৫-৬২-১।