

দিল্লির ওপেনার পৃথ্বী শ’র ব্যাটিং ঝড়ে উড়ে গেল কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালস ৭ উইকেটের জয় পেয়েছে ২১ বল বাকি থাকতে। প্যাট কামিন্স ছাড়া পাত্তা পায়নি কেকেআরের কোনও বোলার। পৃথ্বী শ ও শিখর ধাওয়ানের ওপেনিং জুটির সামনে কার্যত আত্মসমর্পণ করেন শিবাম মাভি, বরুণ চক্রবর্তীরা।
কোলকাতার ৬ উইকেটে ১৫৪ রানের জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস ১৬.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৫৬ রান তুলে ম্যাচ জিতে যায়। এই জয়ের ফলে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল দিল্লি ক্যাপিটালস।
Top knock from Prithvi Shaw #DCvKKR #VIVOIPL #IPL2021 pic.twitter.com/F8mbU9ARRn
— Cricket97 (@cricket97bd) April 29, 2021
রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেন দিল্লির দুই ওপেনার পৃথ্বী শ ও শিখর ধাওয়ান। শিবাম মাভির প্রথম ওভারেই ২৫ রান নিয়ে বিধ্বংসী শুরু করেন পৃথ্বী। প্রথম ওভারের তোলা ঝড় আর থামাননি পৃথ্বী। চলতে থাকে ‘শো’। একের পর এক কেকেআর বোলারদের তুলোধনা করেন তিনি। নিজের অর্ধশতরানও পূরণ করেন।
ওপেনিং জুটিতেই ১৩২ রান করে দিল্লি ক্যাপিটালস। তারপর ৪৬ রান করে আউট হন ধাওয়ান। ৪১ বলে ৮০ রানের ইনিংস খেলে আউট হন পৃথ্বী শ। এরপর অধিনায়ক রিশাব পান্ট ১৬ রান করে আউট হলেও, ২১ বল বাকি থাকতেই জয় পেয়ে যায় দিল্লি।
কোলকাতার হয়ে বল হাতে প্যাট কামিন্স ২৪ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেন। বাকিরা কেউ নিয়ন্ত্রিত বোলিং করতে পারেননি। শিবাম মাভি ১ ওভারে ২৫, বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৩৪, প্রসিধ কৃষ্ণা ৩.৩ ওভারে ৩৬ ও সুনীল নারাইন ৪ ওভারে ৩৬ রান খরচ করেও উইকেট শিকার করতে পারেননি।
Dominating win for Delhi Capitals #DCvKKR #VIVOIPL #IPL2021 pic.twitter.com/2wpaTkyd9Z
— Cricket97 (@cricket97bd) April 29, 2021
এর আগে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক রিশাব পান্ট। এদিন ব্যাট হাতে ব্যর্থ হন নিতিশ রানা, রাহুল ত্রিপাঠি, অধিনায়ক এউইন মরগান, দীনেশ কার্তিকরা। তবে ব্যাট হাতে রানে ফেরেন শুবমান গিল। ৩৮ বলে ৪৩ রানের ইনিংস খেলেন তিনি।
আর শেষের দিকে ২৭ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। চারটি ৬ ও ২টি চারে সাজানো তাঁর ইনিংস। রাসেলের ইনিংসের সৌজন্যে ১৫৪ রানের সম্মানজনক স্কোরে পৌছায় কোলকাতা নাইট রাইডার্স।
বল হাতে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুটি করে উইকেট পান আক্সার প্যাটেল, ললিত যাদব। এছাড়া একটি করে উইকেট শিকার করেন মার্কাস স্টয়নিস ও আবেশ খান।
সংক্ষিপ্ত স্কোরঃ
কোলকাতা নাইট রাইডার্সঃ ১৫৪/৬ (২০ ওভার) রানা ১৫, গিল ৪৩, রাহুল ১৯, রাসেল ৪৫*, কামিন্স ১১*, কার্তিক ১৪; আক্সার ২/৩২, ললিত ২/১৩, স্টয়নিস ১/৭, আবেশ ১/৩১
দিল্লি ক্যাপিটালসঃ ১৫৬/৩ (১৬.৩ ওভার) পৃথ্বী ৮০, ধাওয়ান ৪৬, পান্ট ১৬; কামিন্স ৩/২৪
ফলাফলঃ দিল্লি ক্যাপিটালস ৭ উইকেটে জয়ী
ম্যাচ সেরাঃ পৃথ্বী শ (দিল্লি ক্যাপিটালস)।