

ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইলকে বলা চলে টি-টোয়েন্টির ফেরিওয়ালা। বিশ্বের বিভিন্ন প্রান্তে স্বীকৃত টি-টোয়েন্টি খেলে বেড়ানো গেইল এই ফরম্যাটে ব্যাটসম্যানদের প্রায় সব রেকর্ডই নিজের করে নিয়েছেন। ২২ শতক, ৮৬ ফিফটির মালিক গেইলের রান ১৩৮৩৯। ২০১৭ সালে প্রথম ব্যাটসম্যান হিসাবে টি-টোয়েন্টিতে ১০ হাজারি ক্লাবে প্রবেশ করেন গেইল।
চার বছর বাদে আজ এই এলিট ক্লাবের সদস্য সংখ্যা ৪। সর্বশেষ সংযোজন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৫৫ বলে ৫৭ রানের ইনিংস খেলার পথে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সানরাইজার্স হায়দ্রাবাদ অধিনায়ক।
১০ হাজার রান করার ক্ষেত্রে ২য় দ্রুততম ওয়ার্নার (৩০৩ ইনিংসে)। ক্রিস গেইল ১০ হাজার রান পূর্ণ করেছিলেন ২৮৫ ইনিংসে। শোয়েব মালিকের খেলতে হয়েছিল ৩৬৮ ইনিংস, কাইরন পোলার্ডের ৪৫০ ইনিংস।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ১০ হাজারি (রান) ক্লাবের সদস্য-
ক্রিস গেইল- ৪২২ ম্যাচে ১৩৮৩৯ রান
কাইরন পোলার্ড- ৫৩৯ ম্যাচে ১০৬৯৪ রান
শোয়েব মালিক- ৪১৭ ম্যাচে ১০৪৮৮ রান
ডেভিড ওয়ার্নার- ৩০৪ ম্যাচে ১০০১৭ রান
The most runs in men’s T20s:@henrygayle – 13,839@KieronPollard55 – 10,694 @realshoaibmalik – 10,488@davidwarner31 – 10,017
Congratulations to the @CricketAus superstar on joining the T20 10k club 👏 pic.twitter.com/2CS00BDHgF
— ICC (@ICC) April 29, 2021
১০ হাজার রানের খুব কাছে যেয়ে থেমেছিলেন ব্রেন্ডন ম্যাককুলাম। ৩৭০ ম্যাচের ক্যারিয়ারে ম্যাককুলামের রান ৯৯২২ রান। ১০ হাজারি ক্লাবের সদস্যপদ পেতে আর ১০৬ রান লাগবে ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলির। ২৮২ রান দূরে আছেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক অ্যারন ফিঞ্চ।