

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সিনিয়র এক্সিকিউটিভ (আইটি) মোহাম্মদ বেলাল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে বেলাল হোসেন রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।
২০০১ সালের ফেব্রুয়ারি মাসে বিসিবির আইটি বিভাগে যোগ দিয়েছিলেন বেলাল হোসেন। দুই দশক ধরে বিসিবির হয়ে কাজ করেছেন তিনি।
বিসিবির প্রধান নির্বাহী বেলাল হোসেন সম্পর্কে বলেন, ‘বেলাল খুবই সময়নিষ্ঠ, পরিশ্রমী ও আন্তরিক মানুষ ছিলেন। তিনি আইটি ডিপার্টমেন্টের সমস্ত প্রয়োজন ডেডিকেশন ও কমিটমেন্টের সাথে মিটিয়েছেন। বিসিবি তার বিনয় ও কাজ করার আগ্রহকে মিস করবে। আমাদের দোয়া আছে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি।’
Tags: নিজাম উদ্দিন চৌধুরী বিসিবি