ডি ভিলিয়ার্সকে দক্ষিণ আফ্রিকার দরকার, বলছেন জ্যামাইকান স্প্রিন্টার

ডি ভিলিয়ার্সকে দক্ষিণ আফ্রিকার দরকার, বলছেন জ্যামাইকান স্প্রিন্টার
Vinkmag ad

দক্ষিণ আফ্রিকান তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের অবসর ভেঙে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সম্ভাবনা ক্রমশই বাড়ছে। খোদ ডি ভিলিয়ার্স জানিয়েছেন কোচ মার্ক বাউচারের সাথে আলাপ করবেন আইপিএল শেষেই। রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা ডি ভিলিয়ার্সকে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন বলছেন জ্যামাইকান স্প্রিন্টার ইয়োহান ব্লেক।

গত নভেম্বরে আইপিএলের পর চলতি আইপিএলের আগে কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি ডি ভিলিয়ার্স। তবে ফর্মে ছন্দপতন হয়নি একটুও, তিন ম্যাচেই করে ফেলেছেন ৬২.৫০ গড়ে ১২৫ রান। গতকাল (১৮ এপ্রিল) কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেললেন ৩৪ বলে ৯ চার ৩ ছক্কায় অপরাজিত ঝড়ো ৭৬ রানের ইনিংস।

দিন কয়েক ধরেই গুঞ্জন অবসর ভেঙে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে মাঠ মাতাবেন ৩৭ বছর বয়সী এই তারকা ক্রিকেটার। কোলকাতার বিপক্ষে জয় পাওয়া ম্যাচ শেষে ডি ভিলিয়ার্স নিজেও সেরকম ইচ্ছের আভাস দিলেন।

আগে থেকেই কথাবার্তা চলা বিষয়টি এখন নির্ভর করছে আইপিএল শেষে ডি ভিলিয়ার্সের পারফরম্যান্স, ফিটনেস ও দক্ষিণ আফ্রিকা দলে তার জন্য জায়গা ফাঁকা থাকার উপর। তবে কোচ মার্ক বাউচার জানিয়েছেন ডি ভিলিয়ার্স ইস্যুতে তারা উন্মুক্ত।

 

View this post on Instagram

 

A post shared by cricket97 (@cricket97bd)

এদিকে ব্যাট হাতে তান্ডব চালিয়ে যাওয়া ডি ভিলিয়ার্সকে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন উল্লেখ করে টুইট করেছেন জ্যামাইকান তারকা স্প্রিন্টার ইয়োহান ব্লেক।

গতকাল কোলকাতার বিপক্ষে ডি ভিলিয়ার্সের খেলা ৭৬ রানের ইনিংস দেখে ব্লেক টুইটারে লিখেন, ‘ওয়াও! ডি ভিলিয়ার্স অন্য লেভেলে আছে। দক্ষিণ আফ্রিকা, এই লোকটিকে আপনাদের দরকার আছে।’

৯৭ ডেস্ক

Read Previous

টস জিতে আগে বোলিংয়ে রাজস্থান

Read Next

‘বাবরের উচিত সব রেকর্ড ভেঙে দেওয়া’

Total
6
Share