

আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এর এবারের আসরের ১২ তম ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। দুটি দলই এবারের আসরে এখন অব্দি ২ টি করে ম্যাচ খেলেছে, দুই দলের জয়ের সংখ্যা ১ টি করে।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সাঞ্জু স্যামসন।
দুই দলই আজ নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়ে।
রাজস্থান রয়্যালস একাদশঃ
জস বাটলার, মানান বোহরা, সাঞ্জু স্যামসন (অধিনায়ক, উইকেটরক্ষক), ডেভিড মিলার, শিবাম দুবে, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া ও মুস্তাফিজুর রহমান।
চেন্নাই সুপার কিংস একাদশঃ
রুতুরাজ গায়কোয়াড, ফাফ ডু প্লেসিস, মইন আলি, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, মাহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক), স্যাম কারেন, রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, শারদুল ঠাকুর ও দীপক চাহার।
A look at the Playing XI for #CSKvRR
Follow the game here – https://t.co/gNnQUUgwcg #VIVOIPL https://t.co/tkj4lrYSyC pic.twitter.com/4dkuuBG4s4
— IndianPremierLeague (@IPL) April 19, 2021