

মুম্বাই ইন্ডিয়ায়ন্সের পর গতকাল (১৮ এপ্রিল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষেও হেরেছে কোলকাতা নাইট রাইডার্স। ৩৮ রানে হারার পর বেশ সমালোচিত হচ্ছেন দলটির অধিনায়ক এউইন মরগান। বিশেষ করে বোলার পরিবর্তনে খুব একটা দক্ষতার পরিচয় দিতে না পারটাই তাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। কোলকাতা নাইট রাইডার্সের সাবেক অধিনায়ক গৌতম গম্ভীর মরগানের সমালোচনা করার পাশাপাশি কিছুটা আনন্দিতও হয়েছেন কোন ভারতীয় অধিনায়ক অমন ভুল করেননি বলে।
টস জিতে ব্যাট করতে নামা ব্যাঙ্গালোর শিবিরে শুরুতেই ধাক্কা দেন কোলকাতার অফ স্পিনার বরুণ চক্রবর্তী। স্কোরবোর্ডে ৯ রান উঠতেই ফিরিয়েছেন অধিনায়ক ভিরাট কোহলি ও রাজত পাতিদারকে। নিজের প্রথম ওভারেই দুই উইকেট শিকার করা বরুণকে পরের টানা বল করাননি এউইন মরগান। প্রথম ওভারেই দারুণ সাফল্য পাওয়া এই অফ স্পিনার নিজের দ্বিতীয় ওভার করেছেন ৫ ওভার বিরতি দিয়ে।
ততক্ষণে ক্রিজে এসে থিতু হয়ে গেছেন গ্লে ম্যাক্সওয়েল ও ওপেনার দেবদুত পাডিকাল। পরে সেই ভীত কাজে লাগিয়ে ম্যাক্সওয়েলের সাথে রীতিমত ঝড় তোলেন এবি ডি ভিলিয়ার্সও। দুজনের ঝড়ো ফিফটিতে ব্যাঙ্গালোর পেয়ে যায় ২০৪ রানের বড় পুঁজি। ব্যাঙ্গালোর ইনিংসের নানা সময়েই বোলিং পরিবর্তনে খুব একটা সাফল্য এনে দিতে পারেননি কোলকাতা অধিনায়ক মরগান।
ম্যাচ শেষে ‘স্টার স্পোর্টসে’ মরগানের সমালোচনা করে সাবেক ভাতীয় ওপেনার গৌতম গম্ভীর বলেন, ‘আমার জীবনে এর চাইতে খারাপ ও অদ্ভুত অধিনায়কত্ব আমি দেখিনি। একজন (বরুণ চক্রবর্তী) তার প্রথম ওভারেই দুই উইকেট নিল আর তাকেই পরের ওভারে বল দেওয়া হল না। আপনি প্রকৃতপক্ষে প্রথম ৬ ওভারেই খেলার লাগাম টেনে ধরতে পারতেন।’
‘হতে পারতো বরুণ চকরবর্তী তার তৃতীয় উইকেটের দেখা পেত নিজের দ্বিতীয় ওভারেই, এমনকি সেটি ম্যাক্সওয়েলের উইকেটও হতে পারতো। আর এমন হলে খেলাটি সেখানেই শেষ হয়ে যেত।’
‘আমি খুশি যে অন্তত ভারতীয় কোন অধিনায়ক এমন কান্ড করেনি, কারণ ভারতীয় কোন অধিনায়ক করলে লোকে প্রচুর সমালোচনা করতো। আমার দেখা সবচেয়ে হাস্যকর অধিনায়কত্ব এটি। আমার কাছে এর কোন ব্যাখ্যা নেই।’