মুম্বাইয়ে একাদশে পরিবর্তনের আভাস দিলেন ম্যাককুলাম

মুম্বাইয়ে একাদশে পরিবর্তনের আভাস দিলেন ম্যাককুলাম
Vinkmag ad

আইপিএলের গেলবারের আসরে কোলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে ১০ টি ম্যাচ খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা স্পিনার সুনীল নারাইন। ১০ ম্যাচের সবকটিতে বল করে নারাইন পেয়েছিলেন মাত্র ৫ উইকেট। ওভারপ্রতি রান দিয়েছিলেন প্রায় ৮ করে। ১০ ম্যাচের ৯ টিতে ব্যাট করে রান করেছিলেন ১২১, যার মধ্যে ৬৪ রানই করছিলেন এক ম্যাচে।

এবারের আসরে কোলকাতা ইতোমধ্যে খেলে ফেলেছে ৩ টি ম্যাচ। ৩ ম্যাচের দুটিতেই পরাজয়ের মুখ দেখা কোলকাতার হয়ে এখনো নামা হয়নি নারাইনের।

কোলকাতার ঘরের ছেলে হয়ে ওঠা নারাইনের এখনো সুযোগ না পাবার কারণ ব্যাখ্যা করেছেন কেকেআরের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককুলাম।

তিনি বলেন, ‘সুনীল নারাইন আমাদের প্রথম ম্যাচের আগে ১০০ শতাংশ ফিট ছিলেন না। সে অবশ্যই আমাদের হিসাবের মধ্যে আসে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ম্যাচে তার সুযোগ ছিল। তবে আমরা সাকিবকে খেলিয়েছি, যে আমাদের হয়ে ভালো করছে এবং ব্যাটিংয়ে বাড়তি কিছু যোগ করছে।’

‘তিন ম্যাচ পর ছেলেরা ভালো খেললেও আমরা ফলাফল আমাদের পক্ষে পাইনি। আমাদের মনে হয় মুম্বাইয়ের ভিন্ন উইকেটে নতুন কিছু খেলোয়াড় দরকার হবে (সেরা একাদশে)।’

মুম্বাইয়ে কোলকাতা দুইটি ম্যাচ খেলবে। ২১ এপ্রিল ম্যাচে তাদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস, ২৪ এপ্রিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলবে তারা।

সানরাইজার্স হায়দ্রাবাদকে ১০ রানে হারিয়ে এবারের আইপিএল মিশন শুরু করেছিল কোলকাতা নাইট রাইডার্স। তবে দ্বিতীয় ম্যাচে ঠিক একই ব্যবধানে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হারে এউইন মরগানের দল। সর্বশেষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচে শুরুটা ভালো করলেও গ্লেন ম্যাক্সওয়েল ও এবি ডি ভিলিয়ার্সের তান্ডবের পর ব্যাঙ্গালোরের বোলারদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি মরগান-সাকিবরা, হেরেছে ৩৮ রানে।

 

View this post on Instagram

 

A post shared by cricket97 (@cricket97bd)

৮ দলের টুর্নামেন্টে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৬ নম্বরে অবস্থান করছে কোলকাতা।

৯৭ ডেস্ক

Read Previous

স্ট্রাইক রেটে উন্নতি করতে হবে জানতেন ধাওয়ানও

Read Next

সিরাজের প্রশংসায় পঞ্চমুখ কোহলি

Total
2
Share