

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স অবসর ভেঙে চলতি বছর ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার ইচ্ছে প্রকাশ করেছেন। ২০১৯ বিশ্বকাপের আগেও এমন কিছুর জোর আলোচনা থাকলেও শেষ পর্যন্ত ফেরেননি ডি ভিলিয়ার্স। তবে এবার নিজেই জানালেন আগ্রহের ব্যাপারটি, আইপিএল শেষে ফর্ম ও ফিটনেস বিবেচনায় আলাপ করবেন দক্ষিণ আফ্রিকান কোচ মার্ক বাউচারের সাথে।
গত নভেম্বরে আইপিএলের পর চলতি আইপিএলের আগে কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি ডি ভিলিয়ার্স। তবে ফর্মে ছন্দপতন হয়নি একটুও, তিন ম্যাচেই করে ফেলেছেন ৬২.৫০ গড়ে ১২৫ রান। আজ (১৮ এপ্রিল) কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেললেন ৩৪ বলে ৯ চার ৩ ছক্কায় অপরাজিত ঝড়ো ৭৬ রানের ইনিংস।
View this post on Instagram
দিন কয়েক ধরেই গুঞ্জন অবসর ভেঙে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে মাঠ মাতাবেন ৩৭ বছর বয়সী এই তারকা ক্রিকেটার। কোলকাতার বিপক্ষে জয় পাওয়া ম্যাচ শেষে ডি ভিলিয়ার্স নিজেও সেরকম ইচ্ছের আভাস দিলেন।
৩৬০ ডিগ্রি খ্যাত দক্ষিণ আফ্রিকান এই তারকা বলেন, ‘বাউচির (মার্ক বাউচার) সাথে আমার এখনো পর্যন্ত কোনো আলোচনা হয়নি। আইপিএল চলাকালীন আমরা কোনো এক জায়গায় আলাপ করেছি, হ্যা এ বিষয়েই কথা হয়েছে। গত বছর সে আমাকে জিজ্ঞেস করেছিল আমার আগ্রহের ব্যাপারে। আর আমি বলেছি ‘অবশ্যই’। এবং আইপিএলের শেষে আমরা তাকাবো কোথায় আছি, আমার ফিটনেস ও ফর্ম বিবেচনায় নিয়ে।’
‘এছাড়া তার দলের পরিস্থিতি, শেষ কিছুদিন ধরে যারা পারফর্ম করে আসছে তাদের দিকেও নজর দিতে হবে। ওখানে যদি আমার জন্য কোনো জায়গা না থাকে তাহলে সেটাই। আর যদি আমার কোনো স্লট থাকে, বাকি সবকিছুই জায়গায়মত হয় তবে ব্যাপারটা দারুণ হবে। আইপিএলের শেষদিকে বাউচির অপেক্ষায় আছি আর আমরা এক সাথেই পরিকল্পনা করবো।’
এদিকে এবি ডি ভিলিয়ার্স ইস্যুতে আলোচনার জায়গা উন্মুক্ত বলে সম্প্রতি জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেট রক্ষক ব্যাটসম্যান, প্রধান নির্বাচক ও বর্তমান কোচ মার্ক বাউচার।
তিনি বলেন, ‘আমি ডি ভিলিয়ার্সের সঙ্গে কথা বলেছি তার আইপিএল খেলতে যাবার আগে। এই বার্তালাপ এখনো বেশ উন্মুক্ত আছে। এবি ডি ভিলিয়ার্স যেমন একজন মানুষ, সে চাইবে আইপিএলে খুব ভালো করতে। যাতে করে সবাইকে সে প্রমাণ করতে পারে যে সে এখনো বিশ্ব ক্রিকেটে বড় এক নাম এবং এই পর্যায়ে সে দাপটের সঙ্গে খেলতে পারে।’