ম্যাক্স ও’ডাউডের রেকর্ডগড়া সেঞ্চুরিতে নেদারল্যান্ডসের জয়

ম্যাক্স ও'ডাউডের রেকর্ডগড়া সেঞ্চুরিতে নেদারল্যান্ডসের জয়
Vinkmag ad

মালয়েশিয়ায় চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মালয়েশিয়াকে ১৫ রানে হারিয়েছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের হয়ে ওপেনার ম্যাক্স ও’ডাউড খেলেছেন অপরাজিত ১৩৩ রানের ইনিংস। নেদারল্যান্ডসের দেওয়া ১৯২ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৫ রান দূরে থামলেও ৮৭ রানের ইনিংস খেলেছেন ভিরন্দিপ সিং।

প্রথম ম্যাচে নেপালের কাছে হারা নেদারল্যান্ডস আজ কির্তীপুরের ত্রিভূবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে। টবিয়াস ভিসের (১) সাথে ম্যাক্স ও’ডাউডের জুটি অবশ্য টিকেনি ১৭ রানের বেশি। টবিয়াস বিদায় নিলে উইকেট রক্ষক স্কট এডওয়ার্ডের সাথে যোগ করেন ৪৯ রান। এডওয়ার্ডের ব্যাট থেকে আসে ২৩ বলে ৩১ রান।

এরপর বেন কুপারকে নিয়ে রীতিমত তান্ডব চালিয়েছেন ও’ডাউড। মালয়েশিয়ার বোলারদের উপর ঝড় বয়ে দেওয়ার পথে ও’ডাউডকে সঙ্গ দেওয়া কুপারের অবদান ২০ বলে ২০। অবিচ্ছেদ্য তৃতীয় উইকেট জুটিতে ৬৯ বলে রান এসেছে ১২৫।

৩৮ বলে ৬ চার ১ ছক্কায় ফিফটি ছোঁয়া ও’ডাউড সেঞ্চুরিতে পৌঁছাতে খরচ করেছেন মাত্র ২১ বল। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৭৩ বলে ১৫ চার ৬ ছক্কায় ১৩৩ রানে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই নেদারল্যান্ডসের কোন ব্যাটসম্যানের প্রথম সেঞ্চুরি।

 

View this post on Instagram

 

A post shared by cricket97 (@cricket97bd)

নেদারল্যান্ডস পায় ২ উইকেটে ১৯১ রানের সংগ্রহ।

লক্ষ্য তাড়ায় নেমে ২০ রানে ৩ ও ৭৯ রানেই ৫ উইকেট হারানো মালয়েশিয়াকে প্রায় জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান ভিরন্দিপ সিং। ৮৭ রান করে ১৯তম ওভারে যখন আউট হন তখনও বাকি ৮ বল, জয়ের জন্য প্রয়োজন ছিল ২২। শেষ পর্যন্ত দল হেরেছে ১৫ রানে। ৩৯ বলে ফিফটি ছোঁয়া ভিরন্দিপ ৮৭ রানের ইনিংসটি সাজান সমান ৬ টি করে চার-ছক্কায়।

দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান আসে শারভিন মুনিয়ানদির ব্যাট থেকে, ১৫ বলে ২৬ রান করেন আমিনুদ্দিন রামলি। মালয়েশিয়াকে ১৭৬ রানে আটকে দেয়ার পথে সর্বোচ্চ দুইটি করে উইকেট নেন নেদারল্যান্ডসের আরিয়ান দুত, বেস ডে লিডে, সেবাস্তিয়ান ব্র্যাট।

৯৭ ডেস্ক

Read Previous

লিটনের ব্যাটে রান, স্বস্তি মিরাজ-তাইজুলদের বোলিংয়ে

Read Next

টি-টোয়েন্টি বিশ্বকাপে কেবল কোলকাতায় খেলবে পাকিস্তান

Total
6
Share