

আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এর এবারের আসরের ১০ম ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে কোলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এর আগে ২ টি ম্যাচ খেলে দুইটিতেই জিতেছে ভিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এউইন মরগানের কোলকাতা নাইট রাইডার্স এক ম্যাচ জিতলেও হেরেছে বাকি ম্যাচে।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
কোলকাতা অপরিবর্তিত একাদশ নিয়ে নামলেও এক পরিবর্তন নিয়ে নেমেছে ব্যাঙ্গালোর। ড্যানিয়েল ক্রিশ্চিয়ানের বদলে একাদশে রজত পাতিদার।
কোলকাতা নাইট রাইডার্স একাদশঃ
শুবমান গিল, নিতিশ রানা, রাহুল ত্রিপাঠি, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), এউইন মরগান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, প্যাট কামিন্স, হরভজন সিং, বরুণ চক্রবর্তী ও প্রসিদ্ধ কৃষ্ণা।
Match 10. Kolkata Knight Riders XI: S Gill, N Rana, R Tripathi, E Morgan, D Karthik, S Al Hasan, A Russell, P Cummins, H Singh, V Chakaravarthy, P Krishna https://t.co/Wv7vW3gYrf #RCBvKKR #VIVOIPL #IPL2021
— IndianPremierLeague (@IPL) April 18, 2021
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একাদশঃ
ভিরাট কোহলি (অধিনায়ক), দেবদূত পাডিকাল, শাহবাজ আহমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, রজত পাতিদার, কাইল জেমিসন, হারশাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহাল।
Match 10. Royal Challengers Bangalore XI: V Kohli, D Padikkal, R Patidar, G Maxwell, AB de Villiers, W Sundar, S Ahmed, K Jamieson, H Patel, M Siraj, Y Chahal https://t.co/Wv7vW3gYrf #RCBvKKR #VIVOIPL #IPL2021
— IndianPremierLeague (@IPL) April 18, 2021