

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে লক্ষ্য তাড়ায় নেমে দারুণ শুরু পাওয়া সানরাইজার্স হায়দ্রাবাদের হারই সঙ্গী হয়েছে শেষ পর্যন্ত। গতকাল (১৭ এপ্রিল) ১৩ রানের হেরে হারের হ্যাটট্রিক করলো ডেভিড ওয়ার্নারের দল। এবারের আইপিএলে এখনো পর্যন্ত জয়ের দেখা না পাওয়া হায়দ্রাবাদ শেষ দুইটি ম্যাচই হেরেছে জয় পাওয়া যথেষ্ট ভালোভাবেই সম্ভব এমন পরিস্থিতি থেকে। টানা দুই ম্যাচেই ব্যাটিং ব্যর্থতায় পরাজয়ের বৃত্তে ঘুরপাক খাওয়া দলটির অধিনায়ক ওয়ার্নার বললেন এমন কিছু হতাশার, কিভাবে নিতে হয় জানা নেই তার।
নিজেদের দ্বিতীয় ম্যাচেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দেয়া ১৫০ রানের লক্ষ্য তাড়ায় নেমে জয়ের পথেই ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ।তবে শাহবাজ আহমেদের স্পিন ঘূর্ণিতে এক ওভারে ৩ উইকেট হারিয়ে সহজ সমীকরণ মেলাতে ব্যর্থ ডেভিড ওয়ার্নারের দল।শেষ ৪ ওভারে ৮ উইকেট হাতে নিয়ে জিততে হলে করতে হবে মাত্র ৩৫ রান। সেখান থেকেও কোহলিদের বিপক্ষে হেরেছে ওয়ার্নাররা।
গতকাল মুম্বাইয়ের দেওয়া ১৫১ রানের লক্ষ্য তাড়ায় ১৪ ওভারে ১০২ রান তুলে ফেলে হায়দ্রাবাদ। জনি বেয়ারস্টো ২২ বলে ৪৩ ও ডেভিড অয়ার্নার ৩৬ রান করে অনেকটাই এগিয়ে দেন জয়ের পথে। তবে তাদের বিদায়ের পর শেষ ৬ ওভারে হাতে ৭ উইকেট নিয়েও ৪৯ রান করতে ব্যর্থ সানরাইজার্স হায়দ্রাবাদ। উলটো ২ বল আগেই অল আউট হয়ে হেরেছে ১৩ রানে।
ম্যাচ শেষে অধিনায়ক ওয়ার্নার জানালেন, ‘আমি জানিনা এটাকে কিভাবে নিতে হয় (এমন হার) অবশ্যই হতাশাজনক। আমাদের দুইজন ব্যাটসম্যান সেট ছিল কিন্তু এটা প্রমাণ করে যে আপনি যদি গভীরে গিয়ে ব্যাট করতে না পারেন তবে জিততে পারবেন না।’
ওয়ার্নার ও আব্দুল সামাদকে দারুণ দুইটি থ্রোতে রান আউট করেছেন মুম্বাই ইন্ডিয়ান্স অলরাউন্ডাড় হার্দিক পান্ডিয়া। ম্যাচের পরিস্থিতি বদলে এই দুই রান আউটও রেখেছে বেশ ভালো ভুমিকা।
ওয়ার্নার বলেন, ‘হার্দিকের কাছ থেকে দুর্দান্ত ফিল্ডিং দেখলাম। কিন্তু এটাই ক্রিকেট। এটা তাড়া করার মত লক্ষ্য ছিল। যদি একটা জুটি হত এবং একজন শেষ পর্যন্ত টিকে থাকতো, এটা তাড়া করা যেত। মাঝখানে (ব্যাটিং অর্ডারে) ছেলেদের স্মার্ট ক্রিকেট খেলতে হবে। বোলাররা দারুণ করেছে আর পিচ আগের ম্যাচের চেয়েও স্লো ছিল।’
‘আপনি ভুল থেকে শিখবেন, আর এটা আমাদের দায়িত্ব যে টপ অর্ডারের ব্যাটসম্যানদের গভীরে গিয়ে ব্যাট করতে হবে। বোলাররা ভালোভাবে মানিয়ে নিয়েছে। মুখে হাসি নিয়ে আমাদেরকে সামনে তাকাতে হবে।’
চোটের কারণে কেন উইলিয়ামসনকে এখনো একাদশে না পাওয়া সানরাইজার্স হায়দ্রাবাদ অধিনায়ক বলেন, ‘ফিজিওর সাথে আমাদের কথা বলতে হবে, সে বেশ দারুণভাবে সুসস্থ হওয়ার পথে, সে আমাদের স্কোয়াডে বড় ভূমিকা রাখবে।’