

বোলারদের কৃতিত্বে টানা ২য় জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে তীরে এসে তরী ডুবিয়ে টানা ৩য় পরাজয়ের স্বাদ বরণ করলো সানরাইজার্স হায়দ্রাবাদ। শনিবার সানরাইজার্স হায়দ্রাবাদকে ১৩ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
১৫১ রানের টার্গেটে খেলতে নেমে জনি বেয়ারস্টো এবং ডেভিড ওয়ার্নারের জুটিতে জয়ের কক্ষপথে ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। ৪৩ রান করে বেয়ারস্টো হিট আউট হলে ১ম উইকেটের পতন ঘটে তাদের। এরপর শুরু হয় রাহুল চাহার ম্যাজিক।
আগের ম্যাচে কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪ উইকেট নিয়ে দলের জয়ে মুখ্য ভূমিকা রেখে ম্যাচ সেরা হন রাহুল চাহার। এদিনও মাত্র ১৯ রান দিয়ে ৩টি মূল্যবান উইকেট নিয়ে দলের জয়ের পথ প্রশস্ত করেন তিনি। হার্দিক পান্ডিয়ার চমৎকার থ্রোতে ওয়ার্নারের (৩৬) বিদায়ের পর ম্যাচ নিজেদের কব্জায় নিয়ে নেয় মুম্বাই।
বোলিংয়ে ভালো করার পর ব্যাটিংয়েও বিজয় শংকর (২৮) দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। শংকর ছাড়া মিডল অর্ডার এবং লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ডেথ ওভারে ট্রেন্ট বোল্ট এবং জাসপ্রীত বুমরাহর ম্যাজিকে ১৩৭ রানে অলআউট হয়ে যায় সানরাইজার্স।
মুম্বাইয়ের পক্ষে রাহুল চাহার ছাড়াও বোল্ট ৩টি উইকেট নেন।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নামা মুম্বাইয়ের শুরুটাও দারুণ করেছিলেন অধিনায়ক রোহিত শর্মা (৩২) এবং কুইন্টন ডি কক (৪০)। এ দুইজনের বিদায়ের পর মাঝে মুম্বাইয়ের রানের চাকাটা শ্লথ ছিল। সুরিয়া কুমার যাদব (১০) এবং হার্দিক পান্ডিয়া (৭) ইনিংস লম্বা করতে পারেননি। ২১ বল খেলে মাত্র ১২ রান করেছেন ইশান কিশান।
জীবন পেয়ে শেষ দিকে ঝড়ো ব্যাটিং করে মুম্বাইকে ১৫০ কোটা অতিক্রম করান কাইরন পোলার্ড। ২২ বলে ১ চার ও ৩ ছয়ে ৩৫ রানে অপরাজিত থাকেন পোলার্ড।
সানরাইজার্সের পক্ষে শংকর ও মুজিব-উর-রহমান ২টি করে উইকেট নেন।
ম্যাচ সেরা হন কাইরন পোলার্ড (মুম্বাই ইন্ডিয়ান্স)।
সংক্ষিপ্ত স্কোরঃ
মুম্বাই ইন্ডিয়ান্সঃ ১৫০/৫ (২০), ডি কক ৪০, রোহিত ৩২, সুরিয়া কুমার ১০, ইশান ১২, পোলার্ড ৩৫*, হার্দিক ৭, ক্রুনাল ৩*; ভুবনেশ্বর ৪-০-৪৫-০, খলিল ৪-০-২৪-১, মুজিব ৪-০-২৯-২, অভিষেক ১-০-৫-০, শংকর ৩-০-১৯-২, রাশিদ ৪-০-২২-০
সানরাইজার্স হায়দ্রাবাদঃ ১৩৭/১০ (১৯.৪), ওয়ার্নার ৩৬, বেয়ারস্টো ৪৩, মনীশ ২, ভিরাট সিং ১১, শংকর ২৮, অভিষেক ২, সামাদ ৭, রাশিদ ০, ভুবনেশ্বর ১, মুজিব ১*, খলিল ১; বোল্ট ৩.৪-০-২৮-৩, বুমরাহ ৪-০-১৪-১, মিলনে ৩-০-৩৩-০, ক্রুনাল ৩-০-৩০-১, রাহুল চাহার ৪-০-১৯-৩, পোলার্ড ২-০-১০-০
ফলাফলঃ মুম্বাই ইন্ডিয়ান্স ১৩ রানে জয়ী
ম্যাচ সেরাঃ কাইরন পোলার্ড (মুম্বাই ইন্ডিয়ান্স)।