

ক্যান্ডির পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মূল লড়াইয়ে নামার আগে নিজেদের মধ্যে ভাগ হয়ে দুইদিনের এক ম্যাচ খেলছে বাংলাদেশ দল। কাতুনায়েকের চিলো মারিয়ান্স ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে (সিএমসিজি) টিম গ্রিন ও টিম রেড নাম নিয়ে মাঠে নেমেছে তামিম ইকবাল, মুমিনুল হকরা। টিম গ্রিনের অধিনায়ক মুমিনুল হক, টিম রেডের তামিম ইকবাল।
আগে ব্যাট করে প্রথম দিনে ৭৯.২ ওভারে ৩১৪ রান স্কোরবোর্ডে জমা করেছে টিম রেড। উইকেটের কলামে ৬ লেখা থাকলেও ৫ ব্যাটসম্যানই হয়েছেন রিটায়ার্ড আউট। একমাত্র তাইজুল ইসলাম আউট হয়েছেন ২ রান করে। তাইজুলকে লিটন দাসের ক্যাচ বানিয়ে টিম গ্রিনের একমাত্র বোলার হিসাবে সাফল্যের মুখ দেখেছেন শুভাগত হোম।
লাঞ্চ বিরতির আগে ৬৩ রান করে রিটায়ার্ড আউট হন তামিম ইকবাল, প্রথম সেশনে আসে ১০০ রান। দ্বিতীয় সেশনে ফিফটি তুলে নেন সাইফ হাসান (৫২) ও নাজমুল হোসেন শান্ত (৫৩), দুজনেই রিটায়ার্ড আউট হন। দ্বিতীয় সেশনে আসে আরো ১০৪ রান।
শেষ সেশনে ৬৬ রান করে রিটায়ার্ড আউট হন মুশফিকুর রহিম। উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ৪৮ রান করে স্বেচ্ছায় সাজঘরে যান। ২৪ রান নিয়ে অপরাজিত থাকেন মেহেদী হাসান মিরাজ। ৭৯.২ ওভারে ৩১৪ রান করে দিনের খেলা শেষ করে টিম রেড।
সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে):
টিম রেড ৩১৪/৬ (৭৯.২), তামিম ৬৩ (রিটায়ার্ড আউট), সাইফ ৫২ (রিটায়ার্ড আউট), শান্ত ৫৩ (রিটায়ার্ড আউট),মুশফিক ৬৬ (রিটায়ার্ড আউট), সোহান ৪৮ (রিটায়ার্ড আউট), মিরাজ ২৪*, তাইজুল ২; এবাদত ১০-৩-২৪-০, শরিফুল ১০-৩-৪২-০, মুগ্ধ ১৩-০-৬১-০, হোম ১১.২-০-৪৬-১, নাইম ১৬-২-৭২-০, মুমিনুল ৮-০-৩১-০।
টিম রেড-
তামিম ইকবাল (অধিনায়ক), সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ, সাপোর্ট স্টাফ।
টিম গ্রিন-
সাদমান ইসলাম অনিক, লিটন কুমার দাস, মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, শুভাগত হোম, নাইম হাসান, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, শহিদুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ।