শাহরুখ জানালেন যেকোনো পরিস্থিতিতে ব্যাটিং করার সামর্থ্য তার আছে

শাহরুখ জানালেন যেকোনো পরিস্থিতিতে ব্যাটিং করার সামর্থ্য তার আছে
Vinkmag ad

হার্ড হিটার, ফিনিশার হিসেবে খ্যাতি আছে বলেই আইপিএলে বেশ ভালো দামেই পাঞ্জাব কিংসে অন্তর্ভূক্ত হন শাহরুখ খান। তামিল নাড়ু প্রিমিয়ার লিগ ও সৈয়দ মুশতাক আলি ট্রফিতে সামর্থ্যের জানান দিয়েছেন ভালোভাবেই। আইপিএলের অভিষেক ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৬ রানে অপরাজিত থাকা শাহরুখ গতকাল করেছেন দলকে খাদের কিনারা থেকে টেনে তোলা ৪৭ রান। দল হারলেও ম্যাচ শেষে জানালেন যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার সামর্থ্য ও যেকোনো জায়গায় ব্যাট করার দক্ষতা তার আছে।

বলিউড বাদশাহ শাহরুখ খানের নামের সাথে মিল আছে বলে এতদিন নামের জন্যই আলোচনায় ছিলেন তিনি, গতকাল আলোচনায় আসলেন ব্যাটিং দিয়েও।

দীপক চাহারের আইপিএল ক্যারিয়ার সেরা বোলিংয়ে গতকাল (১৬ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১০৬ রানের বেশি করতে পারেনি পাঞ্জাব কিংস। ২৬ রানে ৫ উইকেট হারানো পাঞ্জাবকে কিছুটা সম্মানজনক সংগ্রহ এনে দেন শাহরুখ খান।

৬ নম্বরে নেমে ৩৬ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৭ রানের ইনিংস খেলেন তামিল নাড়ূর এই ব্যাটসম্যান। পাঞ্জাবাবের দেয়া ১০৭ রানের লক্ষ্য চেন্নাই ৬ উইকেট ও ২৬ বল হাতে রেখেই টপকে যায়। তবে অভিষেক আইপিএলেই ৫ কোটি ২৫ লাখ রুপিতে বিক্রি হওয়া শাহরুখ জানালেন কঠিন পরিস্থিতিতে খেলার সামর্থ্য ও দক্ষতা তার আছে।

ম্যাচ শেষে ডানহাতি এই ব্যাটসম্যান বলেন, ‘আমার ভূমিকা একজন ফিনিশার হিসেবে নিচের দিকে খেলা। কিন্তু প্রতিদিন আপনি একই চিত্র আশা করতে পারেন না। কারণ পরিস্থিতি এমন হতে পারে যে আপনাকেই দায়িত্ব নিতে হবে এবং দলকে টেনে তুলতে হবে। আমি ফিনিশার হিসেবেই পুরোপুরি পরিচিত।’

‘আমি একজন ভালো ব্যাটসম্যান। তামিল নাড়ুর হয়ে কয়েকবছর ধরেই আমি উপরের দিকে ব্যাট করছি। দলকে টেনে তোলা ও কঠিন পরিস্থিতিতে ব্যাট করার সে দক্ষতা আমার মধ্যে আছে। গত কয়েকবছরে আমি ফিনিশার হিসেবে খেলায় নিজের উন্নতি করেছি তবে এখনো আমার মূল খেলাটা হল বল দেখা এবং স্বাভাবিক ক্রিকেট শট খেলা।’

ক্রিস গেইল, নিকোলাস পুরান, ডেভিড মালানদের মত আন্তর্জাতিক তারকাদের খেলার অভিজ্ঞতা জানাতে গিয়ে শাহরুখ বলেন, ‘যেভাবে তারা দলের আশেপাশের লোকদের সাথে কথা বলে…নিকোলাস পুরান, ক্রিস গেইল, ডেভিড মালান, এবং অবশ্যই লোকেশ রাহুল। তাদের মত বড় খেলোয়াড়েরা আপনাকে পছন্দ করে, নেটে আপনাকে দেখে আর যেকোনো জায়গায় কোন নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলে।’

‘এটা অবশ্যই আপনার ব্যাটিং উন্নতি করতে যাচ্ছে অবশ্যই আপনি যখন আইপিএলে নতুন। অনেক দূর যেতে হবে। তাদের কাছ থেকে অনেক কিছুই নেয়ার আছে, তাদের পরামর্শ শোনা এবং সেটা প্রয়োগ করার।’

৯৭ ডেস্ক

Read Previous

ফারুক আহমেদের মায়ের মৃত্যু, বিসিবির শোক

Read Next

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ৯ ভেন্যু চূড়ান্ত

Total
1
Share