

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক নির্বাচক ফারুক আহমেদের মাতা নুরজাহান আক্তার মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মৃত্যুকালে নুরজাহান আক্তারের বয়স হয়েছিল ৮৩ বছর।
আজ (১৭ এপ্রিল) সকালে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের হয়ে ৭ ওয়ানডে খেলা ফারুক আহমেদের মাতা।
এছাড়া গতকাল (১৬ এপ্রিল) সকালে রংপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিসিবির সাবেক পরিচালক, রংপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাবেক জেনারেল সেক্রেটারি ও বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট এম এ গফুর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
৭৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমানো এম এ গফুরের মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করে বিসিবি।
Tags: ফারুক আহমেদ বিসিবি