কাতুনায়েকেতে আগে ব্যাটিংয়ে তামিমের টিম রেড

কাতুনায়েকেতে আগে ব্যাটিংয়ে তামিমের টিম রেড
Vinkmag ad

ক্যান্ডির পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মূল লড়াইয়ে নামার আগে নিজেদের মধ্যে ভাগ হয়ে দুইদিনের এক ম্যাচ খেলছে বাংলাদেশ দল।

কাতুনায়েকের চিলো মারিয়ান্স ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে (সিএমসিজি) টিম গ্রিন ও টিম রেড নাম নিয়ে মাঠে নেমেছে তামিম ইকবাল, মুমিনুল হকরা। টিম গ্রিনের অধিনায়ক মুমিনুল হক, টিম গ্রিনের তামিম ইকবাল।

সিএমসিজিতে আগে ব্যাট করবে টিম রেড। ২১ সদস্যের সবাই খেলছেন দুই দলে ভাগ হয়ে, বাকি আরেক জায়গা পূর্ণ হয়েছে সাপোর্ট স্টাফ দিয়ে, তিনি খেলছেন টিম রেডের পক্ষে।

টিম রেড-

তামিম ইকবাল (অধিনায়ক), সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ, সাপোর্ট স্টাফ।

টিম গ্রিন-

সাদমান ইসলাম অনিক, লিটন কুমার দাস, মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, শুভাগত হোম, নাইম হাসান, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, শহিদুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ।

৯৭ প্রতিবেদক

Read Previous

পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা প্রদানে কাজ করছে ভারত

Read Next

অলিম্পিকে ক্রিকেট দল পাঠাবে ভারত

Total
1
Share