

ভারতে এই বছরের শেষদিকেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের আসর বসার কথা রয়েছে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা নিশ্চিত করতে কাজ করছে ভারত সরকার। প্রতিবেশী দেশের খেলোয়াড়দের ভিসা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিশ্বকাপ আয়োজনকারী দেশ।
জানা গেছে, বিসিসিআইয়ের সচিব জয় শাহ পাকিস্তান খেলোয়াড়দের ভিসা দেওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্ত সম্পর্কে অ্যাপেক্স কাউন্সিলকে জানিয়েছে। অ্যাপেক্স কাউন্সিলের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন,
‘পাকিস্তান ক্রিকেট দলের ভিসার বিষয়টি নিয়ে কাজ চলছে। যথাসময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা আইসিসিকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এটি (ভিসা) নিশ্চিত করা হবে। সেক্রেটারি বৈঠকে ঘোষণা করেছিলেন জয় শাহ।’
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা দেওয়ার প্রস্তুতি নিলেও সেদেশের সমর্থকদের ভারত ভ্রমণ ইস্যুতে কোন সিদ্ধান্তই হয়নি,
‘তবে ভক্তরা ম্যাচ দেখতে সীমান্ত পেরিয়ে ভারত ভ্রমণ করতে পারবেন কিনা তা এখনও পরিষ্কার নয়।’
দুই দেশের সম্পর্কের তিক্ততার প্রভাব পড়েছিল ক্রিকেটেও। যার জেরে গত এক দশকে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত-পাকিস্তান। ২০০৭ সালে শেষবার ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজিত হয়েছিল। আইসিসি আয়োজিত টুর্নামেন্ট ছাড়া ভারত-পাকিস্তান পরস্পরর বিরুদ্ধে খেলেনি।
চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসতেই হবে পাকিস্তান দলকে। তারপর ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ। ফলে তার আগেই পাকিস্তানের জন্য রাস্তা খোলার কথা ভাবছে ভারত সরকার। না হলে আইসিসি টুর্নামেন্টের আগে নতুন করে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে।
বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করার কিছু নিয়ম আছে। যেমন অংশগ্রহণকারী দলগুলোকে স্বাগতিকরা ভিসা দেবে, থাকা-খাওয়া ও অনুশীলনের সুযোগ-সুবিধা নিশ্চিত করবে।