সোমবার সার্জারি, ১২ সপ্তাহের জন্য মাঠের বাইরে স্টোকস

সোমবার সার্জারি, ১২ সপ্তাহের জন্য মাঠের বাইরে স্টোকস
Vinkmag ad

ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস চোটে পড়ে এবারের আইপিএলের বাকি অংশ থেকে ছিটকে গেছেন- এই খবর পুরাতন। তবে চোটের ভয়াবহতা, তা সারতে কত সময় লাগবে তা অজানা ছিল। আজ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়েছে দ্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বৃহস্পতিবার পাওয়া এক্স রে ও সিটি স্ক্যান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে জানা গেছে বেন স্টোকস ১২ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন।

বাম হাতের ইনডেক্স ফিঙ্গারে চিড় ধরা পড়েছে রাজস্থান রয়্যালস ও ইংল্যান্ডের এই তারকার।

এর আগে গত সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে ক্রিস গেইলের ক্যাচ নেওয়ার সময় চোট পেয়েছিলেন। সতীর্থদের সাথে উদযাপন করার সময় বাম তর্জনী আঙুলের মধ্যে অস্বস্তি অনুভব করেছিলেন।

রাজস্থান রয়্যালস জানিয়েছিল আইপিএলে আর খেলার সম্ভাবনা না থাকলেও রয়ালসদের সমর্থন দিতে থেকে যাবেন স্টোকস।

তবে ইসিবি জানিয়েছে আগামীকাল (১৭ এপ্রিল) বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করবেন স্টোকস। লিডসে আগামী সোমবার হবে তার সার্জারি।

৯৭ ডেস্ক

Read Previous

ডি ভিলিয়ার্স ইস্যুতে বাউচার: ‘স্টিল ভেরি মাচ ওপেন’

Read Next

সুখস্মৃতি রোমন্থন করে মিরাজ শোনালেন আশার বাণী

Total
31
Share