

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রানবন্যার ম্যাচে খুব কাছাকাছি যেয়েও জয়ের মুখ দেখা হয়নি রাজস্থান রয়্যালসের। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি মুস্তাফিজুর রহমানরা।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সাঞ্জু স্যামসন।
রাজস্তান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস দুই একাদশেই দুইটি করে পরিবর্তন। রাজস্থানে বেন স্টোকস ও শ্রেয়াস গোপালের পরিবর্তে খেলবেন ডেভিড মিলার ও জয়দেব উনাদকাট। দিল্লিতে শিমরন হেটমেয়ার ও অমিত মিশ্র’র বদলে একাদশে কাগিসো রাবাদা ও ললিত জাদব।
রাজস্থান রয়্যালস একাদশঃ
জস বাটলার, মানান বোহরা, সাঞ্জু স্যামসন (অধিনায়ক, উইকেটরক্ষক), ডেভিড মিলার, শিবাম দুবে, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া ও মুস্তাফিজুর রহমান।
দিল্লি ক্যাপিটালস একাদশঃ
পৃথ্বী শ, শিখর ধাওয়ান, আজিঙ্কা রাহানে, রিশাব পান্ট (অধিনায়ক, উইকেটরক্ষক), মার্কাস স্টয়নিস, কাগিসো রাবাদা, ক্রিস ওকস, রবিচন্দ্রন অশ্বিন, টম কারেন, ললিত যাদব ও আবেশ খান।