

দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করা বাংলাদেশ দল তিনদিনের কোয়ারেন্টাইন শেষে আজ (১৫ এপ্রিল) থেকে অনুশীলন শুরু করেছে। সাম্প্রতিক সময়ে সাদা পোশাকের পারফরম্যান্স টাইগারদের হয়ে কথা না বললেও এবার ঘুরে দাঁড়ানোর সুযোগ। ওপেনার সাইফ হাসান বলছেন সেট হয়ে ব্যাটসম্যানদের ইনিংস লম্বা করতে হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে একাদশে সুযোগ না পেলেও তার মতে দলের সাথে থাকাটা কাজে দিয়েছে। শ্রীলঙ্কার কন্ডিশন বুঝতে তাকিয়ে আছেন প্রস্তুতি ম্যাচের দিকে।
টেস্ট সিরিজটি খেলতে গত ১২ এপ্রিল দেশ ছাড়ে বাংলাদেশ। কলম্বোর অদূরে নিগোম্বো শহরের জেটুইং বিচ রিসোর্টে অবস্থান করছে মুমিনুল হকের দল। তিনদিনের বাধ্যতামুলক কোয়ারেন্টাইন শেষে আজ হোটেল থেকে ৮ কি.মি. দূরে কতুনায়েকে চিলাও ম্যারিয়ানস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে (সিএমসিজি) অনুশীলন শুরু করে সফরকারীরা।
সবুজে ঘেরা এই মাঠেই নিজেদের মধ্যে ভাগ হয়ে আগামী ১৭-১৮ এপ্রিল একটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আর এই ম্যচ শেষেই ২১ সদস্যের প্রাথমিক স্কোয়াড থেকে টেস্ট সিরিজের মূল স্কোয়াড ঘোষণা করবে নির্বাচকরা। টেস্ট ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ২১ এপ্রিল প্রথম ও ২৯ এপ্রিল দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে।
ওপেনার সাইফ হাসান ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ পাননি। একাদশে সুযোগ না পেলেও দলের সাথে থাকাটা কাজে দিয়েছে মানছেন সাইফ। পরে অবশ্য স্থগিত হওয়া জাতীয় লিগের দুই রাউন্ডেই খেলার সুযোগ পেয়েছেন ঢাকা বিভাগের হয়ে। ৪ ইনিংস ব্যাট করে এক সেঞ্চুরির সাথে এক ফিফটিতে রান করেছেন ২৩৫। বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে খেলেছেন আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে। ফলে প্রস্তুতিটা খারাপ হয়নি বলছেন ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান।
বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় সাইফ বলেন, ‘আমার মনে হয়, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময়ও খুব ভালো প্রস্তুতি চলছিল আমাদের। আমরা যারা বাইরে ছিলাম, খুব ভালো প্র্যাকটিস চলছিল। তারপর আমরা আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে যখন খেলেছি, ওখানেও একটা ভালো সিরিজ হয়েছে। তারপর এখানে আসার আগে এনসিএলটাও খুব ভালো একটা প্রস্তুতি ছিল আমাদের। সো ওভারল খুব ভালো একটা প্রস্তুতি ছিল। আশা করি ঐ পারফরম্যান্সগুলা এখানে কাজে লাগবে।’
‘রান করলে অনেক কনফিডেন্স থাকে আর আমার মনে হয় ব্যাটিং প্রিপারেশন আর ফিটনেস ওয়াইজ খুব ভালো ছিল। যদিও ম্যাচ খেলি নাই। ন্যাশনাল টিমের সাথে যতদিন ছিলাম, ভালো প্র্যাকটিস সেশন ছিল ব্যাটিং ওয়াইজ, ফিটনেস ওয়াইজ। অল ওভার আমার মনে হয়, প্রিপারেশন খুব ভালো। কনফিডেন্সও খুব ভালো আছে। যদি সুযোগ পাই কাজে লাগানোর চেষ্টা করব।’
এদিকে লঙ্কানদের বিপক্ষে সিরিজ শুরুর আগে নিজেদের মধ্য ভাগ হয়ে খেলতে যাওয়া প্রস্তুতি ম্যাচকে নানাদিক থেকে গুরুত্বপূর্ণ বলছেন বাংলাদেশের জার্সিতে ২ টেস্ট খেলা সাইফ।
তার মতে, ‘আমাদের সামনে যে প্র্যাকটিস ম্যাচটা আছে এটা অনেক ইম্পরট্যান্ট। কারণ এটাই আমাদের সুযোগ এখানের ওয়েদারের সঙ্গে মানিয়ে নেয়া আর উইকেট কীরকম হতে পারে, এ ম্যাচটা খেলে আমাদের বুঝতে হবে। সো আমার মনে হয়, ম্যাচের মধ্যে তারপর প্রত্যেকটা প্র্যাকটিস সেশন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’
‘সুতরাং প্রতিদিনই খুব গুরুত্বপূর্ণ। যতটুকু নেওয়া যায়, ততই আমাদের জন্য ভালো। ব্যাটসম্যানরা যারাই সুযোগ পাবে, যারাই সেট হবে এখানে ইনিংস বড় করতে হবে। তাহলে একটা স্কোর যদি পাই, ইনশাআল্লাহ্ টিমের জন্যই ভালো হবে।’